Site icon Alamin Islam

জ্যামিতি-০৯

গণিত, জ্যামিতি, বহুভুজ:

প্রশ্নঃ কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমান কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?
ক. ১৮০
খ. ১২০
গ. ৯০
ঘ. ৬০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাপ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?
ক. ৫০
খ. ৬০
গ. ৭৫
ঘ. ৯০
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত ডিগ্রী?
ক. ৩৬০
খ. ৫৪০
গ. ৬৩০
ঘ. ৭২০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত?
ক. ১৬ সমকোণ
খ. ১২ সমকোণ
গ. ৮ সমকোণ
ঘ. ৬ সমকোণ
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ ১৬২° হলে বহুভুজের বাহুসংখ্যা কত?
ক. ১৬
খ. ২০
গ. ২৪
ঘ. ২৬
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
ক. ৯
খ. ১৮
গ. ২৭
ঘ. ৩৬
উত্তরঃ খ

প্রশ্নঃ সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ ১৩৫° হলে এর বাহুসংখ্যা কত?
ক. ৮
খ. ৭
গ. ৯
ঘ. ৬
উত্তরঃ ক

প্রশ্নঃ a বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
ক. √2a2 একক
খ. √3a একক
গ. √2a একক
ঘ. √3a2 একক
উত্তরঃ গ

প্রশ্নঃ সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত?
ক. n সমকোণ
খ. 2n সমকোণ
গ. (2n-4) সমকোণ
ঘ. (2n-2) সমকোণ
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 30° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
ক. 18 টি
খ. 16 টি
গ. 12 টি
ঘ. 8 টি
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০π বৃত্তের আয়তন কত?
ক. ২০০
খ. ২০০√২
গ. ২০০√৩
ঘ. ২০০√৫
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি হবে–
ক. ৩৬০°
খ. ৫৪০°
গ. ৪৫০°
ঘ. ২৭০°
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
ক. ১৪°
খ. ২০°
গ. ২৫°
ঘ. ৩০°
উত্তরঃ ঘ

গণিত, জ্যামিতি, বৃত্ত:

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
ক. ২৯ গজ ৩ ইঞ্চি
খ. ২৮ গজ ৪ ইঞ্চি
গ. ৩০ গজ ৬ ইঞ্চি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + 1 করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
ক. √{2(n + 1)}
খ. √(2n)
গ. n + √2
ঘ. n/(√2 – 1)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের–
ক. পরিধিতে অবস্থিত হবে
খ. কেন্দ্র ও পরিধির মধ্যস্থানে অবস্থিত হবে
গ. কেন্দ্রে অবস্থিত হবে
ঘ. ব্যাস ভিন্ন জ্যায়ে অবস্থিত হবে
উত্তরঃ গ

প্রশ্নঃ O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে D,AB জ্যা-এর মধ্যবিন্দু হলে ∠ODB=?
ক. 60°
খ. 180°
গ. 120°
ঘ. 90°
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ-জ্যা অপেক্ষা ২ সে.মি. কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে ঐ জ্যা-এর দৈর্ঘ্য কত?
ক. ১০ সে.মি.
খ. ১৬ সে.মি.
গ. ২০ সে.মি.
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
ক. ১৮০°
খ. ২৭০°
গ. ৩৬০°
ঘ. ৫৪০°
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বহিঃস্থ O বিন্দু হতে অংকিত ABC বৃত্তে OA এবং OB দুটি স্পর্শক। অতএব–
ক. OA ⊥ OB
খ. AB ∥ OB
গ. OA = OB
ঘ. OA ≠ OB
উত্তরঃ গ

প্রশ্নঃ দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
ক. ২ : ৩
খ. ৩ : ৪
গ. ৪ : ৯
ঘ. ৯ : ৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
ক. অর্ধেক
খ. সমান
গ. দ্বিগুণ
ঘ. তিনগুণ
উত্তরঃ গ

প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
ক. ২০°
খ. ১১০°
গ. ২০০°
ঘ. ২৯০°
উত্তরঃ খ

প্রশ্নঃ বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?
ক. ব্যাস
খ. ব্যাসার্ধ
গ. বৃত্তচাপ
ঘ. পরিধি
উত্তরঃ ক

প্রশ্নঃ বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?
ক. বৃত্তের কেন্দ্রে
খ. বৃত্তের উপরে
গ. বৃত্তের বাইরে
ঘ. কেন্দ্র ছাড়া বৃত্তের ভিতরে
উত্তরঃ ক

প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটি হবে কত?
ক. ১৫°
খ. ২৫°
গ. ৯০°
ঘ. ১০৫°
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৪
খ. ৯
গ. ১২
ঘ. ১৬
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version