Site icon Alamin Islam

চ ইউনিট (চারুকলা) ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি চ ইউনিট

ঢাবি চ ইউনিট (চারুকলা) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ঢাবি চ ইউনিট (চারুকলা) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০:

মোট বিভাগ- ৮ টি। 
আসন সংখ্যা – ১৩৫
বিভাগভিত্তিক আসন সংখ্যা-
অঙ্কন ও চিত্রায়ন – ৩০
গ্রাফিক ডিজাইন – ২৫
প্রিন্টমেকিং- ১২
প্রাচ্যকলা- ১৫
মৃৎশিল্প- ১০
ভাস্কর্য- ১০
কারুশিল্প – ১৫
শিল্পকলার ইতিহাস- ১৮


ভর্তি পরীক্ষার যোগ্যতা :

এসএসসি – ২০১৪, ২০১৫, ২০১৬,২০১৭
এইচএসসি- ২০১৯
জিপিএ- এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ৩.০০ সহ সর্বমোট ৬.৫০ হতে হবে।


ভর্তি পরীক্ষার খুঁটিনাটি:

মানবন্টন-
সাধারণ জ্ঞান – ৫০
অঙ্কন – ৭০
মোট – ১২০

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

উল্লেখ্য, পরীক্ষা দুটি অংশে অনুষ্ঠিত হয়। প্রথমাংশ ৫০ নম্বরের সাধারণ জ্ঞানে ঊত্তীর্ণ প্রথম ১,৫০০ জনকে দ্বিতীয়াংশ ‘অঙ্কন’- এর জন্য নির্বাচিত করা হবে।

‘সাধারণ জ্ঞান’ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কর্তন করা হবে।

‘অঙ্কন’ পরীক্ষায় শুধুমাত্র কাগজ দেওয়া হবে। বাকি সকল সরঞ্জাম যেমন- পেন্সিল, ইরেজার, কলম, পেপার ক্লিপ, বোর্ড ইত্যাদি পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে।

পরীক্ষার্থী কোনো অবস্থাতেই পরীক্ষার হলে বই, কাগজপত্র, ব্যাগ, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড সাথে আনতে পারবে না।

পাশ নম্বর- সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশ দুটো মিলে ৪৮।

লিখিত (MCQ) পরীক্ষা:১৪ সেপ্টেম্বর
অঙ্কন:২৮ সেপ্টেম্বর


আরো পড়ুন:


Exit mobile version