Site icon Alamin Islam

কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান-০২

০১। গ্রেট হল অবস্থিত →চীনে

০২। পানামার বিমান সংস্থার নাম → কোপা

০৩। বিশ্বের বৃহত্তম অরণ্য → তৈগা

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৪। সমূদ্রের বধূ বলা হয় → গ্রেট ব্রিটেনকে

০৫। চীনের রাজাকে বলা হয়→ Son of God

০৬। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি→লাইব্রেরি অব কংগ্রেস

০৭। সাদা রাশিয়া বলা হয় → বেলারুশকে

০৮। বিশ্বের দীর্ঘতম রেলপথ→ট্রান্স সাইবেরিয়ান

০৯। বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত →তুরস্কে

১০। TI-এর সদর দপ্তর → বার্লিন

১১। স্পেনের জাতীয় নাম কী? হিসপানিয়া

১২। ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু

১৩। কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ায়

১৪। ইন্টারপোল গঠিত হয় কবে? ১৯২৩ সালে

১৫। তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়? ১৯৭১ সালে

১৬। ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী…

১৭। ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আমীর আলী

১৮। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ

১৯। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোঁৎ

২০। আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? পাকিস্তান

২১। ভিওআইপি কী? ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল

২২। মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? ২৩ জোড়া

২৩। পানির গভীরতা মাপার একক কী? ফ্যাদম

২৪। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল

২৫। কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য— জলাধারে পানি জমিয়ে রাখা হয়।


আরো পড়ুন:


Exit mobile version