Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-৬৪

প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বাধিক খ্রিস্টান বাস করে?
ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিলিপাইন
উত্তরঃ গ

প্রশ্নঃ এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. অস্ট্রিয়া
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ ইয়াসির আরাফাত কোন সনে PLO-র চেয়ারম্যান হন?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭১ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ হাম্বানটোটা (Hambantota) গভীর সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ
গ. ভারত
ঘ. নেপাল
উত্তরঃ ক

প্রশ্নঃ The beginning of the Renaissance may be traced to the city of:
ক. Venice
খ. London
গ. Paris
ঘ. Florence
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশ রাজধানীর একই নাম–
ক. তাইওয়ান
খ. উগান্ডা
গ. জিবুতি
ঘ. কোস্টারিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে?
ক. স্পেন
খ. রাশিয়া
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. ফ্রান্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রুনেই এর আয়ের প্রধান উৎস কি?
ক. পর্যটন
খ. সোনার খনি
গ. পেট্রোলিয়াম উৎপাদন
ঘ. বনজ সম্পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
ক. Google Earth
খ. Street View
গ. Road Image
ঘ. Google Map
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
ক. উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আমেরিকা
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন?
ক. ১৭৮৯
খ. ১৭৯৯
গ. ১৮০২
ঘ. ১৭৫৪
উত্তরঃ খ

প্রশ্নঃ হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী কে?
ক. সাই ইং ওয়েন
খ. চেন জুহং
গ. ক্যারি ল্যাম
ঘ. মার্গারেট চ্যান
উত্তরঃ গ

প্রশ্নঃ গৌরবময় বিপ্লব সংগঠিত হয়–
ক. ১৬৮৮ সালে
খ. ১৭৮৮ সালে
গ. ১৮৮৮ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ সেইন্ট পিটার্সবার্গ শহরের প্রাক্তন নাম-
ক. লেলিনগ্রাড
খ. স্টালিনগ্রাড
গ. মস্কো
ঘ. তিউলা
উত্তরঃ ক

প্রশ্নঃ কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
ক. ১৮৩৯
খ. ১৮৪২
গ. ১৮৪৩
ঘ. ১৮৫৬
উত্তরঃ খ

প্রশ্নঃ লেনিনগ্রেড শহরের বর্তমান নাম কি?
ক. সেন্ট পিটার্সবার্গ
খ. কিয়েভ
গ. ভ্লাদিভস্টক
ঘ. ভলগাগ্রাড
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শারম আল শেখ’ কি?
ক. মিশরের অবকাশ কেন্দ্র
খ. আরব আমিরাতের সমুদ্রবন্দর
গ. ব্রিটেনের পর্যটন কেন্দ্র
ঘ. বিখ্যাত ভূ-উপগ্রহ কেন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Nippon’ is the old name of-/ ‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম?
ক. চীন(China)
খ. জাপান(Japan)
গ. ভারত(India)
ঘ. পাকিস্তান(Pakistan)
উত্তরঃ খ

প্রশ্নঃ আমেরিকা অর্থাৎ বর্তমান ইউএসএ ব্রিটেনের একটি কলোনী ছিল। ব্রিটেনের হাত হতে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের জন্য তাদের দীর্ঘদিন যুদ্ধ করতে হয়। এ যুদ্ধে তাদের প্রত্যক্ষ সাহায্য প্রদান করে ইউরোপের একটি দেশ। সে কোন দেশটি?
ক. জার্মানি
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?
ক. ঢাকা (বাংলাদেশ)
খ. টোকিও (জাপান)
গ. বেইজিং (চীন)
ঘ. কোনাক্রি (গিনি)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রেট বিয়ার লেক কোথায় অবস্থিত?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
ক. বুদাপেস্ট
খ. প্রাগ
গ. এথেন্স
ঘ. তিরানা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which among the following battles was not faught by Napoleon?/ নিম্নলিখিত যুদ্ধগুলোর মধ্যে কোন যুদ্ধটি নেপোলিয়ন করেন নি?
ক. Battle of Waterloo
খ. Battle of Leipzig
গ. Battle of Trafalgar
ঘ. Battle of Jutland
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র?
ক. পোল্যান্ড
খ. চীন
গ. বেলারুশ
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন মান?
ক. বেনিন
খ. ঘানা
গ. নাইজেরিয়া
ঘ. মিশর
উত্তরঃ খ

প্রশ্নঃ সুদান-এর রাজধানী-
ক. মোগাদিসু
খ. ত্রিপলী
গ. খার্তুম
ঘ. কায়রো
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্লু-হোয়েল (Blue-Whale) নামক সুইসাইড গেম-এর স্রষ্টা কে?
ক. মাইকেল স্টার্ন (অস্ট্রিয়া)
খ. গ্রেস হুপার (যুক্তরাষ্ট্র)
গ. ফিলিপ বুদেইকিন (রাশিয়া)
ঘ. অ্যাডা লাভলেস (ব্রিটেন)
উত্তরঃ গ

প্রশ্নঃ What is the former name of Srilanka?/শ্রীলঙ্কার প্রাক্তন নাম কি?
ক. Cylone
খ. Ceylon
গ. Shin Hall
ঘ. Sealons
উত্তরঃ গ

প্রশ্নঃ বাকিংহাম প্রাসাদে বাস করেন—
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
খ. কানাডার প্রধানমন্ত্রী
গ. মার্কিন প্রেসিডেন্ট
ঘ. ব্রিটেনের রানী
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Exit mobile version