সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি?
বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা নাই এরকম মানুষ নেই বললেই চলে। সার্চ ইঞ্জিন হলো যে ওয়েবসাইটে সার্চ করার মাধ্যমে আমরা নিত্যদিনের বিভিন্ন তথ্য পেয়ে থাকি সেটােই হলো সার্চ ইঞ্জিন। যেমন: গুগল, ইয়াহু, বিং এবং পিপীলিকা ইত্যাদি। এগুলোর মধ্যে গুগল হলো সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
সার্চ ইঞ্জিন সম্পর্কে তো আমরা জানলাম। চলুন এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হলো এমন একটি প্রকিয়া যার মাধ্যমে ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টগুলোকে সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করা হয়। সার্চ ইঞ্জিন এই ডেটা গুলো ক্রাউল / কালেক্ট করে তাদের সার্ভারে নিয়ে রাখে এবং পরবর্তীতে কোনো ইউজার গুগলে সার্চ করলে সে তথ্যগুলো দেখতে পায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর প্রয়োজনীয়তাঃ
বর্তমান ডিজিটাল যুগে সার্চ ইঞ্জিন ছাড়া চলা প্রায় অসম্ভব। যেকোনো বিষয়ে আমাদের জানার থাকলে অথবা কনফিউশন থাকলে আমরা সাথে সাথে গুগলে সার্চ করে বসি এবং আমাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি। এর বাইরেও সার্চ ইঞ্জিন ছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের কথা আমরা চিন্তাও করতে পারিনা। আর বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ।
সনাতন পদ্ধতীতে কাগজ কিংবা ব্যানার পোস্টারের মাধ্যমে মার্কেটিং করার বিষয়টি ধীরে ধীরে একদম কমে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং হয়ে উঠতেছে মার্কেটিংয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তি প্রয়োজনীয়তার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং তথা সার্চ ইঞ্জিনের কোনো বিকল্প নেই।
এসইও নিয়ে ক্যারিয়ারঃ
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা যেমন ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়তেছি ঠিক তেমনি প্রত্যেকটি কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের উপর নির্ভরশীল হয়ে পড়তেছে। ডিজিটাল মার্কেটিং বলতে যে শুধু এসইও বুঝায় বিষয়টা কিন্তু মোটেও তা নয়। ডিজিটাল মার্কেটিং একটি অনেক বড় ক্ষেত্র যার একটি বড় অংশ হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
প্রত্যেকটি কোম্পানি তাদের ওয়েবসাইটগুলোকে গুগলে তথা সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্ক করানোর জন্য এসইও এক্সপার্ট হায়ার করে থাকে। আপনি কিছুদিন সময় দিয়ে যদি এসইও এক্সপার্ট হতে পারেন তবে ক্যারিয়ার হিসেবে এসইও কে বেছে নিতে পারেন। এসইও এক্সপার্ট হওয়ার পরে আপনি যেকোনো কোম্পনিতে এসইও এক্সপার্ট হিসেবে পারমানেন্ট জব নিতে পারবেন। পারমানেন্ট জবের বাইরেও এসইও এক্সপার্টদের যথেষ্ট অপরচ্যুনিটি আছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে। হতে পারে আপনার পারমানেন্ট জব ভালো লাগেনা, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। উল্লেখ্য যে, প্রতিনিয়ত এসইও এক্সপার্টদের চাহিদা বেড়েই চলছে।
কিভাবে শিখবেন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন?
এসইও শিখতে চাইলে সর্বপ্রথমে গুগল এবং ইউটিউবের হেল্প নিন। গুগল এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি কনটেন্ট আছে যেগুলো দেখে আপনি এসইও শিখতে পারবেন। গুগল এবং ইউটিউব থেকে এসইও সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পরে যদি এটা আপনার ভালো লাগে তবে অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে আপনি ভালো কোনো প্রতিষ্ঠান যারা এসইও শিখায় তাদের হেল্প নিতে পারেন।
তবে যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তাদের কোর্স কারিকুলাম, সফলতা এবং রিভিউগুলো ভালো ভাবে দেখে নিবেন। মনে রাখবেন এসইও হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল একটি বিষয়। আপনি যখন মূল বিষয়গুলো শিখে যাবেন তখন আপনি নিজেই অনেক স্ট্রাটেজি শিখে যাবেন এবং সেগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এসইও শিখার জন্য আমার এই চ্যানেলটিও ফলো করতে পারেন।
এই চ্যানেলে আমি অনলাইন আর্নিং/ফ্রিল্যান্সিংয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এসইও, ফেসবুক মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি।