Site icon Alamin Islam

লোক সাহিত্য

লোক সাহিত্য :

বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?উঃ লোকসাহিত্য।
লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?উঃ ছড়া ও ধাঁ ধাঁ ।


Folklore Society এর কাজ কি?উঃ লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।
মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?উঃ বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার
জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী।



মৈয়মনসিংহ গীতিকার অর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি ?উঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।
দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?উঃ মনসুর বয়াতি।
বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?উঃ ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।
মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?উঃ ২৩ টি।
মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?উঃ ড. দীনেশ চন্দ্র সেন।
মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?উঃ ১৯২৩ সালে। লোক সাহিত্য
পদ বা পদাবলী বলতে কি বুঝায়?উঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

আরো পড়ুন:

Exit mobile version