Site icon Alamin Islam

বিসিএস এপ্লাই নিয়ে কিছু প্রশ্ন

গ্রামে যদি জমি না থাকে স্থায়ী ঠিকানা কি দিব?

সবচেয়ে ভাল হয় আপনি আপনার আইডি কার্ড ফলো করেন।আইডি কার্ডে যে স্থায়ী ঠিকানা আছে ওটাই দেন। স্থায়ী ঠিকানায় যদি কেও না থাকে পুলিশ ভেরিফিকেশনের সময় নিজ উদ্যোগে থানায় বা এলাকার চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে সব সমাধান করা যায়।

আমার স্মার্ট কার্ড আর আগের এনআইডি কার্ডের নাম্বার তো এক না,কোনটা দিব?

আপনার ১৬ সংখ্যার যে এনআইডি নাম্বার ছিল ওটাই আসল নাম্বার। আমরা ব্যাংকে নির্বাচন কমিশনের সার্ভারের সাথে কানেক্ট থাকায় এনআইডি নাম্বার ভেরিফাই করতে পারি। স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে গেলেও ১৬ সংখ্যার এনআইডি নাম্বার ই দেখায়।সো পূর্বের ১৬ সংখ্যার নাম্বার দেন বা স্মার্টকার্ডের নাম্বার দেন, কোন সমস্যা নাই।আসলে দুইটা একই জিনিস।

আমার সার্টিফিকেটে বাবার নাম “কাজী সদরুল হোসেন”, বাট বাবার আইডি কার্ডে বাবার নাম “সদরুল মিয়া”। সমস্যা হবে কি?

না, এই সামান্য পার্থক্য থাকলে এইটা কোন সমস্যা না। আপনার আইডি কার্ডের বাবার নামের সাথে একাডেমিক কাগজপত্রে বাবার নাম ঠিক থাকলেই হল।তাও যদি মনে খুতখুতানি থাকে, ভাইবা পাশ করার পরে বাবার আইডি কার্ডের তথ্য পাল্টায়া নিয়েন। এর আগে এসব নিয়া চিন্তা করার দরকার নাই।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

আমার ছোটবেলায় অপারেশন হইছিল, মাথায় ব্যাথা পাইছিলাম, হাটুতে ব্যাথা কোন সমস্যা হবে কি?

ভাইবার পরে যে মেডিকেল টেস্ট হয় ওখানে দুই তিনটা পরীক্ষা করা লাগে।চেস্ট এক্সরে, চোখের পরীক্ষা।যা অনেক সামান্য,অনেক সাধারণ।যদি দৃশ্যমান কোন সমস্যা না থাকে( হাত নাই,পা নাই,চোখ অন্ধ ইত্যাদি), তাহলে অন্য কোন সাধারণ সমস্যায় গেজেট হওয়া আটকাবে না।সো ইগ্নোর করেন।

নাজিরুল ইসলাম নাদিম |  ৩৮তম বিসিএস ট্যাক্স ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

আরো পড়ুন:

Exit mobile version