Site icon Alamin Islam

বাংলা সাহিত্য-৫২

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. নূরুলদীনের সারা জীবন
ঘ. পাযের আওয়াজ পাওযা যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়?
ক. খেলারাম খেলে যা
খ. দেয়ালের দেশ
গ. সীমানা ছাড়িয়ে
ঘ. নাম না জানা ভোর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে?
ক. আব্দুল্লাহ আল মামুন
খ. সেলিম আল দীন
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কি?
ক. সংশপ্তক
খ. শীত বিকেল
গ. নীল দংশন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রক্ত গোলাপ’ গ্রন্থের রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. শওকত আলী
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ক

প্রশ্নঃ সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থে মুক্তিযুদ্ধের বিষয়টি ফুটে উঠেছে?
ক. নীল দংশন
খ. অনুপম দিন
গ. নূরুলদীনের সারাজীবন
ঘ. একদা এক রাজ্যে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আনন্দের মৃত্যু’ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ আলী আহসান
গ. সৈয়দ মঞ্জুরুল হক
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. ওরা কদম আলী
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পরানের গহীন ভিতর’ কাব্যগন্থের প্রণেতা কে?
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. আল মাহমুদ
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, হুমায়ূন আহমেদ:

প্রশ্নঃ ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?
ক. ইমদাদুল হক মিলন
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. মমতাজ উদ্দিন আহমেদ
ঘ. হুমায়ানু আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস?
ক. জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
ক. যোগাযোগ
খ. নন্দিত নরকে
গ. আগুনের পরশমণি
ঘ. ব্যাথার দান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. মাসুম রেজা
গ. সেলিনা হোসেন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক

প্রশ্নঃ “রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন”? একথা বলেছেন?
ক. জহির রায়হান
খ. আলমগীর কবির
গ. হুমায়ূন আহমেদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এলেবেলে’ বইটি কার লেখা?
ক. শংকর
খ. হুমায়ুন আহমেদ
গ. তারাশংকর
ঘ. যাযাবর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে?
ক. আবু ইসহাক
খ. শওকত আলী
গ. সফীউদ্দীন সরকার
ঘ. হুমায়ানু আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি হুমায়ন আহমেদ রচিত উপন্যাস ?
ক. আনন্দ বেদনার কাব্য
খ. নদী ও মানুষের কবিতা
গ. দিবারাত্রির কাব্য
ঘ. পুই ডালিমের কাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. শামসুল হক
গ. হুমায়ুন আজাদ
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
ক. হুমায়ুন আহমেদ
খ. মাসুম রেজা
গ. সেলিনা হোসেন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হুমায়ুন আজাদ
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, ফোর্ট উইলিয়াম কলেজ:

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়-
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
ক. রামরাম বসু
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯১৮ সালে
খ. ১৯২৬ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামরাম বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. গোলকনাথ শর্মা – হিতোপদেশ
খ. রামরাম বসু – প্রবোধ চন্দ্রিকা
গ. উইলিয়াম কেরি – পুরুষ পরীক্ষা
ঘ. রাজীবলোচন মুখোপাধ্যায়- তোতা ইতিহাস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
ক. উইলিয়াম কবি ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. উইলিয়াম কেরি ও রামমোহন রায়
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার ও রামরাম বসু
ঘ. রামরামবসুও গঙ্গাকিশোর ভট্টচার্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ফোর্ট উইলয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version