Site icon Alamin Islam

বাংলা সাহিত্য-৪২

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয়?
ক. রাজা
খ. রক্তকরবী
গ. ডাকঘর
ঘ. বৈকুণ্ঠের খাতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ
খ. চতুষ্কোণ
গ. চতুদর্শী
ঘ. চতুষ্পাঠী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি?
ক. পোস্ট মাস্টার
খ. শাস্তি
গ. ছুটি
ঘ. একরাত্রি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অমল’ চরিত্রটি কোন নাটকের?
ক. ডাকঘর
খ. বিসর্জন
গ. রক্তকরবী
ঘ. অচলায়তন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক. মীর মশাররফ হোসেন
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ Rabindranath Tagore got Noble Prize for this: অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. Gitanjali
খ. Sonar Tari
গ. Shesher Kabita
ঘ. Chitrangada
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-
ক. ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ মে
খ. ১৮৫১ খ্রিস্টাব্দে ৭ জুন
গ. ১৮৩৮ খ্রিস্টাব্দে ৫ মে
ঘ. ১৮৪১ খ্রিস্টাব্দে ৭ জুন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জহির রায়হান
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক. খুলনা দক্ষিণ ডিহি
খ. যশোরের কেশবপুর
গ. ছোটনাগপুর মালভূমি
ঘ. কুষ্টিয়ার শিলাইদহ
ঙ. খুলনার পিঠাভোগ গ্রাম
উত্তরঃ ঙ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত
ঘ. অচলায়তন
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি?
ক. সাহিত্যের পথে
খ. কালান্তর
গ. সাহিত্য
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক. রক্তকরবী
খ. রানা প্রতাপসিংহ
গ. নবযৌবন
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রক্তকরবী’ কি?
ক. রবীন্দ্রনাথের নাটক
খ. তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
গ. বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
ঘ. সৈয়দ শামসুল হকের নাটক
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য?
ক. রাজা ও রাণী
খ. চিরকুমার সভা
গ. বিয়ে পাগলা বুড়ো
ঘ. রামগরুড়ের ছানা
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে বাইরে
ঘ. রক্তকরবী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন?
ক. সুইজারল্যান্ড
খ. তুরস্ক
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
ক. কবি
খ. ছবি
গ. জীবনের জলছবি
ঘ. কাঠ কয়লার ছবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কালান্তর’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ?
ক. ছোটগল্প
খ. প্রবন্ধ
গ. উপন্যাস
ঘ. কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ কি?
ক. একটি কবিতা
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অমৃতলাল বসু
গ. নবীনচন্দ্র সেন
ঘ. মনোমোহন বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে
ক. হৈমন্তী
খ. বিলাসী
গ. কোরবানী
ঘ. মহেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পঞ্চভূত’ কার লেখা-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি-
ক. নাটক
খ. উপন্যাস
গ. ভ্রমণকাহিনী
ঘ. কাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয়?
ক. শেষ সপ্তক
খ. শ্যামলী
গ. শেষ লেখা
ঘ. শেষের কবিতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল – ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
ক. প্রমথ চৌধুরী
খ. প্রমথনাথ বিশি
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. চিত্রা
ঘ. পূরবী
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
ক. শাহজাদপুর
খ. শিলাইদহ
গ. মনপুরা
ঘ. পতিশ্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা?
ক. পত্র
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক. ক্ষুধিত পাষাণ
খ. পদ্মগোখরা
গ. মাস্টার মশায়
ঘ. একটি তুলসী গাছের কাহিনী
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version