Site icon Alamin Islam

বাংলা সাহিত্য-৩২

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, বুদ্ধদেব বসু:

প্রশ্নঃ বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. প্রগতি
খ. কবিতা
গ. সাহিত্য
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন কবি পঞ্চপান্ডবদের একজন?
ক. সমর সেন
খ. বুদ্ধদেব বসু
গ. মোহিতলাল মজুমদার
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘দ্রৌপদীর শাড়ী’ কাব্যটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ
খ. গোলাম মোস্তফা
গ. বিষ্ণু দে
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নির্জন স্বাক্ষর’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. অমিয় চক্রবর্তী
গ. জীবনানন্দ দাস
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্দ্ধুদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
ক. ত্রিশ দশকের
খ. পঞ্চাশ দশকের
গ. ষাট দশকের
ঘ. চল্লিশ দশকের
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বুদ্ধদেব বসু রচিত কাব্য?
ক. দয়মন্তী
খ. দময়ন্তী
গ. দন্তীময়
ঘ. ময়দন্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রতিভার বিচিত্রমুখিতায় রবীন্দ্রনাথই তার তুলনা। এখানে কোন সাহিত্যিকের কথা বলা হয়েছে?
ক. জীবনানন্দ দাশ
খ. অমিয় চক্রবর্তী
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মর্মবাণী
খ. কঙ্কাবতী
গ. বন্দীর বন্দনা
ঘ. দ্রৌপদীর শাড়ি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটির রচয়িতা কে?
ক. শাহাদাৎ হোসেন
খ. ইবরাহীম খাঁ
গ. বুদ্ধদেব বসু
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকটি কার রচনা?
ক. অমিয় চক্রবর্তী
খ. বুদ্ধদেব বসু
গ. বিষ্ণু দে
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:

প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. আলোছায়া
খ. কেয়ার কাঁটা
গ. পদ্মরাগ
ঘ. রূপছন্দা
উত্তরঃ গ

প্রশ্নঃ বেগম রোকেয়ার পিতার নাম কি?
ক. মসিহুজ্জামান সাবের
খ. জহুরউদ্দীন সাবের
গ. জহির উদ্দীন আবু আলী হায়দার সাবের
ঘ. আবদুর রহমান আবু জায়সাম সাবের
উত্তরঃ গ

প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?
ক. আত্মজীবনী
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল-
ক. ১৮৭০ সালে
খ. ১৮৭৫ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ৯ ডিসেম্বর-
ক. কন্যা শিশু দিবস
খ. রোকেয়া দিবস
গ. আদিবাসী দিবস
ঘ. যুব দিবস
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. ভাষা ও সাহিত্য
খ. আয়না
গ. লালসালু
ঘ. অবরোধবাসিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন মহীয়সী নারীর রচনা ‘সুলতানার স্বপ্ন’?
ক. বেগম রোকেয়া
খ. নবাব ফয়জুন্নেসা
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবরোধবাসিনী’ কার রচনা?
ক. বেগম সুফিয়া কামাল
খ. বেগম রোকেয়া
গ. বেগম শামসুন্নাহার মাহমুদ
ঘ. রাজিয়া খান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মরাগ’ কার লেখা গ্রন্থ?
ক. সেলিনা হোসেন
খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ. রাজিয়া মাহবুব
উত্তরঃ গ

প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
খ. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
গ. শিশুদেরকে নীতিকথা শিক্ষা দিতে
ঘ. সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেগম রোকেয়ার জন্ম কতসালে?
ক. ১৮৮৯
খ. ১৮৮০
গ. ১৮৮১
ঘ. ১৮৮২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বেগম রোকেয়ার বিখ্যাত গ্রন্থ?
ক. কন্ঠমালা
খ. অবরোধবাসিনী
গ. পালা মৌ
ঘ. পায়রাবন্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুলতানার স্বপ্ন’ কোন ধারনের গ্রন্থ?
ক. উপন্যাস
খ. নাটক
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ মুসলিম নারী জাগরণের কবি-
ক. ফজিলাতুন্নেছা
খ. ফয়জুন্নেছা
গ. সামসুন্নাহার
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দু’টি গ্রন্থ বেগম রকেয়ার রচনা?
ক. অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
খ. পদ্মরাগ ও অবরোধবাসিনী
গ. দোলনচাঁপা ও মতিচুর
ঘ. খোয়াবনামা ও পদ্মরাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক. মতিচুর
খ. কাপেলা
গ. ভ্রান্তিবিলাস
ঘ. সাত সাগরের মাঝি
উত্তরঃ ক

প্রশ্নঃ বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. রাজশাহী
উত্তরঃ ক

প্রশ্নঃ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮০৫ সালে
খ. ১৮৩৬ সালে
গ. ১৮০৯ সালে
ঘ. ১৮১১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পদ্মরাগ’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. দৌলতকাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Exit mobile version