Site icon Alamin Islam

বাংলা সাহিত্য-০৮

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য’ নামে কোন গ্রন্থটি রচনা করেন?
ক. ব্রজবিলাস
খ. ভ্রান্তিবিলাস
গ. রত্নপরীক্ষা
ঘ. অতি অল্প হইল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?
ক. কালী প্রসন্ন সিংহ
খ. বলাইাঁদ মুখোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মীর মোশাররফ হোসেনের’ ছদ্দ নাম কোনটি?
ক. কায়কোবাদ
খ. যাযাবর
গ. গাজী মিয়া
ঘ. দৌলত উজির
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
ক. কবিকঙ্কন
খ. বাংলার মিল্টন
গ. রায়গুণাকর
ঘ. টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বনফুল’- কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
গ. যতীন্দ্রমোহন বাগচী
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ খ

প্রশ্নঃ গীতিকাব্যে ভোরের পাখি কে?
ক. ঈশ্বরগুপ্ত
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. বিহারীলাল
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ গ

প্রশ্নঃ কার ছদ্মনাম ‘টেকচাঁদ ঠাকুর’?
ক. রাজা রামমোহন রায়
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারক
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক. আবুল ফজল
খ. আব্দুল হাই
গ. কাজেম আল কুরায়েশী
ঘ. শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মৌমাছি’ কার ছদ্মনাম?
ক. বিমল ঘোষ
খ. সমরেশ মজুমদার
গ. চারুচন্দ্র চক্রবতী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘অতি অল্প হইল’, ‘আবার অতি অল্প হইল’ ইত্যাদি গ্রন্থগুলো কি নামে প্রকাশ করেন?
ক. সাগর
খ. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
গ. চন্দ্র
ঘ. কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
ক. হুতোম প্যাঁচা
খ. টেকচাঁদ ঠাকুর
গ. বনফুল
ঘ. নীললোহিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?
ক. ব্রজবিলাস
খ. বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক প্রস্তাব
গ. বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক বিচার
ঘ. শকুন্তলা
উত্তরঃ ক

প্রশ্নঃ রাজশেখর বসুর ছদ্মনাম হলো-
ক. বনফুল
খ. গাজী মিয়া
গ. পরশুরাম
ঘ. নীললোহিত
উত্তরঃ গ

প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দিয়েছেন কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. লর্ড কার্জন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যাযাবর’ কার ছদ্দনাম?
ক. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
খ. কালিপ্রসন্ন সিংহ
গ. স্বামী কালিকানন্দ
ঘ. অচিন্ত্যকুমার সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দাদ ভাই’র আসল নাম কি?
ক. আলমুতী শরফুদ্দীন
খ. শওকত ওসমান
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রোকনুজ্জামান খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বনফুল’ -এর প্রকৃত নাম কি?
ক. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
খ. অন্নদাশঙ্কর রায়
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে ‘গাজী মিঞা’ কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. কায়কোবাদ
গ. আবুল মনসুর আহমদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাংলার মিল্টন’ কার উপাধি?
ক. জসীমউদ্দীন
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. হেমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুরে প্রকৃত নাম-
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিনয় মুখোপাধ্যায়
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কালকূট’ কার ছদ্মনাম?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কালিপ্রসন্ন সিংহ
গ. নীহারঞ্জন গুপ্ত
ঘ. সমরেশ বসু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মুনীর চৌধুরী
গ. সমরেশ বসু
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন?
ক. প্রমথনাথ শর্মা
খ. প্রমথনাথ বিশি
গ. গোলকনাথ শর্মা
ঘ. কাশীনাথ শর্মা
উত্তরঃ ক

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো-
ক. পরশুরাম
খ. নীললোহিত
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. গাজী মিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বীবরল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম-
ক. প্রমথ চৌধুরী
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আজিজুল হক
গ. আবু সয়ীদ আইয়ুব
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বীরবল’ কার ছদ্দনাম?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version