Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-৭১

প্রশ্নঃ বমন করিবার ইচ্ছা—
ক. বিবমিষা
খ. জিগীষা
গ. জিজীবিষা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ “যে বাস্তু থেকে উৎখাত হয়েছে”-এর এক কথায় প্রকাশ কোনটি?
ক. উদ্বাস্তু
খ. সর্বহারা
গ. বাস্তুহারা
ঘ. বস্তুহারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়?
ক. পঙ্কজ
খ. প্রিয়ংবদা
গ. পাদপ
ঘ. পাদ্য
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শক্তিকে অতিক্রম না করিয়া—
ক. অনতিক্রম
খ. শক্তিসাধ্য
গ. শক্তিক্রমন্য
ঘ. যথাশক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “অনুকরণ করার ইচ্ছা”- এক কথায় একে কি বলা হয়?
ক. অনুচিকীর্ষা
খ. অনুসন্ধিৎসা
গ. অনুগামী
ঘ. অনুসরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ দ্বারে থাকে যে–
ক. দ্বাররক্ষী
খ. দৌবারিক
গ. দ্বারিকা
ঘ. দারোয়ান
উত্তরঃ খ

প্রশ্নঃ আপনাকে কৃতার্থ মনে করেন যিনি–
ক. কৃতার্থন্মন্য
খ. কৃতঘ্ন
গ. কৃতার্থ
ঘ. কৃতঘ্নতা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে মেয়ের এখনও বিয়ে হয়নি—
ক. বিধবা
খ. সধবা
গ. অনূঢ়া
ঘ. কাকবন্ধা
উত্তরঃ গ

প্রশ্নঃ যার পরলোকে বিশ্বাস আছে- তাকে সংক্ষেপে কি বলে?
ক. আস্তিক
খ. নাস্তিক
গ. বস্তিক
ঘ. অস্তিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাখির ডাক’, এক কথায় প্রকাশ কর।
ক. কেকা
খ. হ্রেষা
গ. কুজন
ঘ. অজিন
উত্তরঃ গ

প্রশ্নঃ যে উপকারীর উপকার করে, তাকে এক কথায় বলে–
ক. কৃতজ্ঞ
খ. অকৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. কোনটি নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যিনি ভালো ব্যাকরণ জানেন’- এক কথায় কি হয়?
ক. ব্যাকরণ বিশেষজ্ঞ
খ. ব্যাকরণবিদ
গ. বৈয়াকরণ
ঘ. বৈয়াকরণিক
উত্তরঃ গ

প্রশ্নঃ যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না–
ক. উরগ
খ. অনুচ্চার্য
গ. ক্ষণপ্রভা
ঘ. অনুসূয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ যা অবশ্যই ঘটবে–
ক. সম্ভবনাময়
খ. দুর্নিবার
গ. অবশ্যম্ভাবী
ঘ. সাম্ভাব্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-
ক. জয়ের ইচ্ছা
খ. হত্যার ইচ্ছা
গ. বেঁচে থাকার ইচ্ছা
ঘ. শোনার ইচ্ছা
উত্তরঃ গ

প্রশ্নঃ যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে?
ক. অজাতশত্রু
খ. অজাতমিত্র
গ. অজাতশ্মশ্রু
ঘ. বর্ণচোরা
উত্তরঃ গ

প্রশ্নঃ যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়-
ক. প্রোষিতভর্তৃকা
খ. প্রষিতভর্তৃকা
গ. প্রাষিতভার্য
ঘ. প্রাসিতভর্তৃকা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে’- এক কথায় প্রকাশ করলে হবে-
ক. কৃপণ
খ. মিতব্যয়ী
গ. ব্যয়কুণ্ঠ
ঘ. হিসেবী
উত্তরঃ ক

প্রশ্নঃ উপস্থিত বুদ্ধি আছে যার-
ক. বুদ্ধিমান
খ. বুদ্ধিমতী
গ. বিচক্ষণ
ঘ. প্রত্যুৎপন্নমতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নদী সিকস্তি’ কারা?
ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যায়
খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায়।
গ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ
ঘ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ব্যক্তি একঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়-
ক. মধুকরী
খ. অর্বাচীন
গ. অবিমৃষ্যকারী
ঘ. মাধুকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অপকার করার ইচ্ছা’-
ক. অপকারী
খ. খারাপ কাজ
গ. অপচিকীর্ষা
ঘ. শঠতা
উত্তরঃ গ

প্রশ্নঃ যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কি বলে?
ক. বর্গা চাষী
খ. ক্ষুদ্র চাষী
গ. ভূমিহীন চাষী
ঘ. প্রান্তিক চাষী
উত্তরঃ গ

প্রশ্নঃ যিনি আপনাকে পণ্ডিত মনে করেন-
ক. পণ্ডিতষ্মন্য
খ. পণ্ডিতন্মন্য
গ. কর্মঠ
ঘ. কর্মকুশল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি’-
ক. গিরিখাত
খ. উপত্যকা
গ. মালভূমি
ঘ. উপকূল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যে অনবরত কাঁদছে’ সংকোচিত রূপ হল-
ক. বাষ্পায়মান
খ. রোরুদ্যমান
গ. স্যাসয়মান
ঘ. দূমায়মান
উত্তরঃ খ

প্রশ্নঃ গম্ভীর ধ্বনি- এর বাক্য সংক্ষেপ কি?
ক. বন্দনা
খ. গাম্ভীর্য
গ. সুপ্ত
ঘ. মন্দ্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -এক কথায় প্রকাশ :
ক. স্বাগতম
খ. অভিনন্দন
গ. প্রত্যুদগমন
ঘ. শুভেচ্ছা
উত্তরঃ গ

প্রশ্নঃ যা বার বার দুলছে–
ক. দোদুল্যমান
খ. দেদীপ্যমান
গ. রোরুদ্যমান
ঘ. উদীয়মান
উত্তরঃ ক

প্রশ্নঃ যা চুষে খাওয়া হয়-
ক. লেহ্য
খ. চুষ্য
গ. চর্ব্য
ঘ. পেয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version