Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-৬৪

প্রশ্নঃ লাল ফুল ফুটেছে- এ বাক্যের উদ্দেশ্যের সম্প্রাসারণ ঘটেছে কি ভাবে?
ক. নির্দেশক বাক্য যোগে
খ. যোগ্যতার যোগে
গ. বিশেষণ যোগে
ঘ. ক্রিয়াযোগে
উত্তরঃ গ

প্রশ্নঃ “যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।”-
ক. নির্দেশক বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যেমন কাজ করবে তেমন ফল পাবে।”-বাক্যটির সরল রূপ কোনটি?
ক. কাজ অনুযায়ী ফল পাবে
খ. যেমন কর্ম তেমন ফল
গ. ফলেই কর্মের পরিচয়
ঘ. কাজের উপর ফল নির্ভর করে
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ “সকল আলেমগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. গুরুচণ্ডালী দোষে
খ. বাহুল্য দোষে
গ. দূর্বোধ্যতা দোষে
ঘ. বিদেশী শব্দ দোষে
উত্তরঃ খ

প্রশ্নঃ গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কোন দোষ ঘটে?
ক. গুরুচণ্ডালী দোষ
খ. বাহুল্য দোষ
গ. দুর্বোধ্যতা
ঘ. উপমার ভুল
উত্তরঃ খ

প্রশ্নঃ গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’-এটা কোন বাক্য?
ক. জটিল বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. বিশুদ্ধ বাক্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. যৌগিক
গ. মিশ্র
ঘ. বিবৃতিমূলক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যে অপ্রচলিত শব্দ ব্যবহার করলে কি হয়?
ক. বাক্যটি অর্থসঙ্গতি হারিয়ে ফেলে
খ. বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়
গ. বাক্যটি শব্দের বাহুল্য দোষে দুষ্ট হয়
ঘ. বাক্যটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পরিশ্রম করে সে সাফল্য লাভ করেছে।’-এ বাক্যটি গঠন অনুসারে কোন শ্রেণীর?
ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি সার্থক বাক্যের গুণ কি কি?
ক. প্রসাদ, দৃঢ়তা, মাধুর্য
খ. আকাঙক্ষা, আসক্তি, যোগ্যতা
গ. সংকোচন, সম্প্রসারণ, বিয়োজন
ঘ. সরল, জটিল, মিশ্র
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক. তিনদিন পথ চলল
খ. কি মারটাই না মারল
গ. সারারাত জেগে কাটিয়েছে
ঘ. খোকা ঘুমাচ্ছে
উত্তরঃ খ

প্রশ্নঃ পুকুরে ইলিশ মাছ জন্মে না- এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বাক্যের ‘মাধুর্য গুণ’ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে?
ক. বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
খ. বাক্যকে সহজবোধ্য করে তোলে
গ. বাক্যের ভাবভঙ্গিকে বলিষ্ঠ করে তোলে
ঘ. বাক্যের প্রকাশভঙ্গিকে জটিলতামুক্ত করে তোলে
উত্তরঃ ক

প্রশ্নঃ আমাদের কাল বার্ষিক পরীক্ষা শুরু। বাক্যের গুণ বিচারে এখানে কোন বৈশিষ্ট্যের অভাব লক্ষ করা যায়?
ক. আসত্তি
খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা
ঘ. বাহুল্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়-
ক. সাধু ও চলিত ভাষার মিশ্রণ
খ. সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
গ. বিদেশী ও দেশী ভাষার মিশ্রণ
ঘ. বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ইংরেজি Complex ও Compound sentence- এর বঙ্গানুবাদ কোন বাক্যে করলে সহজ ও সুন্দর হয়?
ক. একাধিক জটিল বাক্যে
খ. একাধিক সরল বাক্যে
গ. মিশ্র বাক্যে
ঘ. জটিল বাক্যে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃংখল পদবিন্যাসই হল-
ক. মাধুর্য
খ. আসক্তি
গ. আকাঙক্ষা
ঘ. যোগ্যতা
উত্তরঃ খ

প্রশ্নঃ “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে”- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়–
ক. মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ. মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ. মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি সরল বাক্য তা চি‎হ্নিত করুন।
ক. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরের অনুপস্থিত
খ. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরের বাইরে আছে
গ. ইহাদের মত রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
ঘ. ইহারা যেরূপ, এরূপ রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
উত্তরঃ গ

প্রশ্নঃ মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে- এটি কোন ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য
খ. সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. যৌগিক বাক্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুমি আসবে বলে হে সখিনা বিবির কপাল ভাঙল।’ -এটি কোন বাক্য?
ক. সরল
খ. মিশ্র বা জটিল
গ. যৌগিক
ঘ. সংযুক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলন বন্ধনের নাম–
ক. যোগ্যতা
খ. আসত্তি
গ. আকাঙ্ক্ষা
ঘ. নিবিড়
উত্তরঃ ক

প্রশ্নঃ আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত-এটি কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গরু মাংস খায়’ -বাক্যটি অশুদ্ধ কেন?
ক. আসক্তির অভাব
খ. যোগ্যতার অভাব
গ. অর্থ অস্পষ্ট বলে
ঘ. পদবিন্যাসরে ত্রুটি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যে ভবিষ্যৎ কাল বুঝানো হয়েছে?
ক. চেষ্টা কর বুঝতে পারবে
খ. সদা সত্য কথা বলবে
গ. রোগ হলে অষুধ খেতে হবে
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক, গ

প্রশ্নঃ ‘হয় রওয়ানা হও, নতুবা গাড়িতে ওঠ’ -এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হৈম তার অর্থ বুঝিল না’ এর অস্তিবাচক কোনটি?
ক. হৈম তার অর্থ বুঝিতে পারিল না
খ. হৈম তার অর্থ বুঝিতে অসমর্থ না
গ. হৈম বুঝিতে পারিল না যে তার অর্থ কী?
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Exit mobile version