Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-৬২

প্রশ্নঃ যা দ্বারা ব্যক্তি, বস্তু ইত্যাদির সংখ্যা নির্দেশ করা হয় তাকে কি বলে?
ক. কারক
খ. সমাস
গ. বচন
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লাল লাল ফুল’ বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে ?
ক. একবচন
খ. বহুবচন
গ. শূন্য
ঘ. ঈষৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. গুলো
খ. সকল
গ. দাম
ঘ. সমূহ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন শব্দটি শুধু জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. বহু
খ. শ্রেণী
গ. রাজি
ঘ. যূথ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একগাছি চুল-‘গাছি’ কি অর্থ প্রকাশক?
ক. সরু
খ. সংখ্যা
গ. পরিমাণ
ঘ. কোনটাই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যার ধারণা বুঝায়, তাকে কি বলে ?
ক. পুরুষ
খ. বচন
গ. কারক
ঘ. পদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চার’-এর তারিখবাচক শব্দ কোনটি?
ক. চতুর্থ
খ. চার
গ. ‘৪’
ঘ. চৌঠা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি রীতি বিরুদ্ধ প্রয়োগ ?
ক. মানুষ সকল
খ. মাতৃ সকল
গ. পাখি সকল
ঘ. ভাল সকল
উত্তরঃ খ

বাক্য:

প্রশ্নঃ ‘অশ্ব দ্রুত চলে’-এ বাক্যে বিধেয়-সম্প্রসারণ ঘটেছে কিভাবে?
ক. বিশেষণ যোগে
খ. ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণের বিশেষণ যোগে
ঘ. বিধেয় বিশেষণ যোগে
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়?
ক. গুরুচণ্ডালী
খ. বাহুল্য দোষ
গ. বাগধারার রদবদল
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল সরল বাক্য বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কি বলে?
ক. সরল বাক্য
খ. আশ্রিত খণ্ডবাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি জটিল বাক্য?
ক. লোকটি গরিব কিন্তু সৎ
খ. যদিও লোকটি গরিব তথাপি সৎ
গ. গরিব হলেও লোকটি সৎ
ঘ. গরিব হয়েও লোকটি সৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যেহেতু তুমি বেশী নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. অনুজ্ঞামূলক
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যের মাধুর্য গুণ বাক্যকে কি বৈশিষ্ট্যমণ্ডিত করে?
ক. বাক্যের জটিলতা মুক্ত করে
খ. বাক্যকে সহজ বোধ্য করে তোলে
গ. বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
ঘ. বাক্যকে ভাবভঙ্গিকে বলিষ্ঠ করে তোলে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক. যোগ্যতা
খ. আকাঙ্ক্ষা
গ. আসত্তি
ঘ. স্পৃহা
উত্তরঃ খ

প্রশ্নঃ কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলে?
ক. উক্তি
খ. সমাস
গ. সন্ধি
ঘ. বাক্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
ক. আকাঙ্ক্ষা
খ. যোগ্যতা
গ. আসত্তি
ঘ. আসক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সরল বাক্য
ক. যা করবার তা করেছি
খ. তুমি যা বলবে তাই ঠিক
গ. সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
ঘ. তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. বাহুল্য দোষে
খ. গুরুচণ্ডালী দোষে
গ. দুর্বোধ্যতা
ঘ. রীতিসিদ্ধ অর্থবাচকতা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক. সত্য কথা না বলে বিপদে পড়েছি
খ. তার বয়স হলেও বুদ্ধি হয়নি
গ. তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
ঘ. বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে?
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে–
ক. ৪ টি
খ. ২ টি
গ. ৫ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গরুর শকট, মড়াদাহ, শবপোড়া- এই শব্দগুলো কোন দোষে দুষ্ট?
ক. বাহুল্য দোষে
খ. গুরুচণ্ডালী দোষে
গ. আকাঙ্ক্ষার প্রয়োগ
ঘ. বাগধারার শব্দ পরিবর্তন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে?
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. শব্দ
খ. বর্ণ
গ. ধ্বনি
ঘ. চিহ্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. জবাবদিহি
খ. মিথস্ক্রিয়া
গ. গৌরবিত
ঘ. একত্রিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?
ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
খ. দীনতা প্রশংসনীয় নয়
গ. দীনতা নিন্দনীয়
ঘ. দীনতা অপ্রসংশনীয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সরল বাক্য?
ক. যখন তুমি যাবে, তখন আমিও যাব
খ. তুমি যেও না
গ. তুমি বল, নাইলে আমিও যাব না
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হযরত মোহাম্মদ (সা:) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর–
ক. মিশ্র
খ. জটিল
গ. যৌগিক
ঘ. সরল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষে দুষ্ট?
ক. গুরুচণ্ডালী দোষে
খ. বাহুল্য দোষে
গ. দুর্বোধ্যতা
ঘ. উপমার ভুল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Exit mobile version