Site icon Alamin Islam

বাংলা ব্যাকরণ-০৭

প্রশ্নঃ যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে-
ক. উপসর্গ
খ. কারক
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পরীক্ষা শব্দে ‘পরি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. সম্যকরূপে
খ. বিশেষ রূপে
গ. শেষ অর্থে
ঘ. পৌনঃপুন্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অভাব
খ. সাধারণ
গ. বিশেষ
ঘ. গতি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘বর’ কোন শ্রেণীর উপসর্গ?
ক. ইংরেজি
খ. তৎসম
গ. খাঁটি বাংলা
ঘ. বিদেশী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের ‘পাতি’ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ?
ক. বৃহওর
খ. ক্ষুদ্র
গ. নিকৃষ্ট
ঘ. কুৎসিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হাভাতে’ শব্দের অর্থ কি?
ক. পেটুক
খ. দরিদ্র
গ. কঞ্জুস
ঘ. ভাতের অভাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উপসর্গে বিদ্যমান?
ক. প্র, পরা, নি
খ. আ, নি, অব
গ. অগ, অজ, বি
ঘ. সু, বি, নি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অপ কি ধরনের উপসর্গ?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. বিদেশী
ঘ. মিশ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক. দেশি উপসর্গ
খ. বিদেশি উপসর্গ
গ. সংস্কৃত উপসর্গ
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ অজমূর্খ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ ?
ক. সংস্কৃত
খ. দেশী
গ. বিদেশী
ঘ. বাংলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বদমেজাজী’ শব্দের ‘বদ’ কোন ধরনের উপসর্গ?
ক. বাংলা
খ. ফারসি
গ. আরবি
ঘ. হিন্দি
উত্তরঃ খ

প্রশ্নঃ উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি ?
ক. পরিপূর্ণ
খ. অকাজ
গ. অঝোর
ঘ. আবছায়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রভাব’ শব্দের উপসর্গটি কোন শ্রেণীর ?
ক. বাংলা
খ. আরবি
গ. সংস্কৃত
ঘ. ফারসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বিশেষ
খ. অভাব
গ. গতি
ঘ. সাধারণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অমিল’-এর ‘অত’ উপসর্গ কোন অর্থ প্রকাশক?
ক. অভাব
খ. নিন্দিত
গ. নিরর্থক
ঘ. অবিশ্রান্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ আম, খাস, লা, খর – কোন ভাষার উপসর্গ ?
ক. ফারসি
খ. আরবি
গ. হিন্দি
ঘ. ল্যাটিন
উত্তরঃ খ

প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য —
ক. অব্যয় ও শব্দাংশ
খ. নতুন শব্দ গঠন
গ. ভিন্ন অর্থ প্রকাশ
ঘ. উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অজপুকুর’ এর ‘অজ’ কি অর্থ দেয় ?
ক. সম্পূর্ণ
খ. খাঁটি
গ. নিন্দিত
ঘ. অস্পষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অমর’-এর ‘অ’ কোন অর্থ প্রকাশক?
ক. অবিশ্রান্ত
খ. অক্লান্ত
গ. অভাব
ঘ. অমিল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ইংরেজি উপসর্গ ?
ক. ফুল
খ. নিম
গ. আম
ঘ. গর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘এ দেশের মাঝে একদিন সব ছিল’ এখানে ‘মাঝে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. সর্বত্র
খ. একদেশিক
গ. মধ্যে
ঘ. ব্যাপ্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-
ক. আঁকড়া
খ. অবেলা
গ. অপমান
ঘ. অতিশয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উপকূল’, ‘উপকণ্ঠ’ উপশহর’ শব্দগুলোতে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
ক. উপ
খ. অনু
গ. কূল
ঘ. অপি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিচরণ’ শব্দের ‘বি’ কি অর্তজ্ঞাপক?
ক. বিহীন
খ. নিন্দিত
গ. বিশেষ
ঘ. গতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সংস্কৃত উপসর্গ ?
ক. আড়
খ. অজ
গ. কদ
ঘ. পরা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পাতিহাঁস’-এর ‘পাতি উপসর্গ কি অর্থ প্রদান করে?
ক. বড়
খ. মন্দ
গ. ছোট
ঘ. বিপ্সা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’ এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?
ক. মত
খ. নিকট
গ. হেতু
ঘ. নিমিত্ত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ?
ক. পরা, অপ
খ. সু, হা
গ. উপ, অতি
ঘ. আম, ফুল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বেজন্মা’-এর ‘বি’ কি অর্থ প্রকাশক?
ক. ভাল
খ. বক্র
গ. নিন্দা
ঘ. অর্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিনে, হেতু, ব্যতীত প্রভৃতি কিসের উদাহরণ ?
ক. অনুসর্গ
খ. উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. বেমালুম
খ. আভাস
গ. অজানা
ঘ. গরমিল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version