Site icon Alamin Islam

বাংলাদেশ বিষয়াবলী-১১৪

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশ:

প্রশ্নঃ মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন
ক. আনন্দ বিহার
খ. নালন্দা বিহার
গ. গোসিপো বিহার
ঘ. সোমপুর বিহার
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্যদূত নিয়োগ দেয়?
ক. ওয়াসফিয়া নাজনীন
খ. রূপা আশা হক
গ. টিউলিপ সিদ্দিক
ঘ. রুশনারা আলী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?
ক. সুইডেন
খ. ডেনমার্ক
গ. নরওয়ে
ঘ. উপরের সব কয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের কোন দুটি স্থান UNICEF WORLD HERITAGE এর অন্তর্ভুক্ত ?
ক. টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন
খ. কক্সবাজার ও কুয়াকাটা সৈকত
গ. লালমাই ও ময়নামতি
ঘ. মহাস্থানগড় ও পাহাড়পুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন করা হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ২০১৬
খ. ১০ জানুয়ারি ২০১৬
গ. ১৫ জানুয়ারি ২০১৬
ঘ. ২২ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ক. ১৯৯৭
খ. ১৯৮৩
গ. ১৯৮৯
ঘ. ২০০১
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য (World heritage site) হিসেবে স্বীকৃতি পেয়েছে ?
ক. মধুপুরের শালবন
খ. পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই বনাঞ্চল
গ. সুন্দরবন
ঘ. সিলেটের লাউয়াছড়া বনাঞ্চল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করেছে ?
ক. WTO
খ. WHO
গ. UNEP
ঘ. UNESCO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভুক্ত আছে?
ক. ৫ টি
খ. ৩ টি
গ. ৬ টি
ঘ. ৪ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে – (Sundarban is declared as ‘World Heritage’ by -)
ক. UNDP
খ. ILO
গ. UNICEF
ঘ. UNESCO
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার কে?
ক. ডেভিড কার্টার
খ. স্টিফেন ইভান্স
গ. রবার্ট গিবসন
ঘ. অ্যালিসন ব্লেক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউনেস্কো সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?
ক. ৫২১ তম
খ. ৫২৩ তম
গ. ৫২২ তম
ঘ. ৫২৮ তম
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version