Site icon Alamin Islam

প্রিলিমিনারি টেস্ট-২৯

০১. নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?
ক. পাট
খ. চা
গ. তামাক
ঘ. ধান
উত্তরঃ ঘ

০২. বাংলাদেশের একর প্রতি পাটের ফলন?
ক. ৬৫৬ কেজি
খ. ৫৯৬ কেজি
গ. ৬৯৬ কেজি
ঘ. ৭০৬ কেজি
উত্তরঃ গ

০৩. ইরাটম কী?
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের গম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের পাট
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৪. জুটনে পাটের পরিমাণ কত?
ক. ৩০%
খ. ৪০%
গ. ৭০%
ঘ. ৬০%
উত্তরঃ গ

০৫. বাংলাদেশের কত ভাগ জমিতে পাট চাষ হয়?
ক. ৫%
খ. ৪%
গ. ৬%
ঘ. ৭%
উত্তরঃ ঘ

০৬. সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়
ক. ময়মনসিংহ
খ. চাপাইনবাবগঞ্জ
গ. মুন্সীগঞ্জ
ঘ. নাটোর
উত্তরঃ ক

০৭. জুম চাষ হয়-
ক. বরিশালে
খ. ময়মনসিংহে
গ. খাগড়াছড়িতে
ঘ. দিনাজপুরে
উত্তরঃ গ

০৮. বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায়?
ক.সিলেটে
খ.মধুপুর
গ.চট্টগ্রামে
ঘ.খুলনায়
উত্তরঃ গ

০৯.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে?
ক.সাঙ্গু নদী
খ.হালদা নদী
গ. মাতামুহুরী নদী
ঘ.কর্ণফুলী নদী
উত্তরঃ খ

১০. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

১১. KAFCO কোথায় অবস্থিত ?
ক. পাবনা
খ. ঘোড়াশাল
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

১২. জুম চাষের বিকল্প পদ্ধতি –
ক. সল্ট
খ. খন্দক
গ. চারণ
ঘ. ধান
উত্তরঃ ক

১৩. নদী ছাড়া ‘মহানন্দা’ কি?
ক. তরমুজ
খ. আম
গ. সরিষা
ঘ.বাধাকপি
উত্তরঃ খ

১৪. সর্ব প্রথমে যে উপশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো –
ক. ইরি-৮
খ. ইরি-১
গ. ইরি-২০
ঘ. ইরি-৩
উত্তরঃ ক

১৫. বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে –
ক. নারায়ণগঞ্জ
খ. চাঁপাইনবাবগঞ
গ. গোপালগঞ্জ
ঘ. নরসিংদী
উত্তরঃ খ

১৬. আমদানির উপর শুল্ক স্থাপন, গার্হস্থ্য শিল্পের সুরক্ষা, এবং বাংলাদেশ বিদেশি পণ্যের ডাম্পিং নিয়ন্ত্রণ করে কে?
ক) NEC
খ) ECNEC
গ) Planning Commission
ঘ) Tariff Commission
উত্তর ঘ

১৭.’বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার’ প্রবর্তন করা হয়–
ক. ৫ এপ্রিল ১৯৭৪
খ. ৫ এপ্রিল ১৯৭৩
গ. ৬ জুন ১৯৭৫
ঘ. ১৫ মে ১৯৭৩
উত্তরঃ খ

১৮. ৫০০ টাকার নোট ছাপানো হয় কোন দেশ থেকে?
ক) ডেনমার্ক
খ) মরিশাস
গ) জার্মানি
ঘ) সুইজারল্যান্ড
উঃ গ

১৯.দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
ক. কাপাসিয়া, গাজীপুর
খ. ঈশ্বরদী, পাবনা
গ. দর্শনা, চুয়াডাঙ্গা
ঘ. সোনারগাঁ, নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

২০.দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
ক. মোবারকপুর গ্যাসক্ষেত্র
খ. সুনেত্র গ্যাসক্ষেত্র
গ. সিংগাইর গ্যাসক্ষেত্র
ঘ. পাথরিয়া গ্যাসক্ষেত্র
উত্তরঃ ক

২১.বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়–
ক. ভাদ্র-আশ্বিন
খ. অগ্রহায়ণ-পৌষ
গ. আষাঢ়-শ্রাবণ
ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ খ

২২.’ড্রামহেড’ হচ্ছে উন্নতজাতের –
ক. শিম
খ. বাঁধাকপি
গ. গাভী
ঘ. মুরগী
উত্তরঃ খ

২৩.১০০০ টাকার নোট কবে বাজারে ছাড়া হয়?
ক) ২৫ আগস্ট ২০০৮
খ) ২৬ সেপ্টেম্বর ২০০৮
গ) ২৭ অক্টোবর ২০০৮
ঘ) ২৮ নভেম্বর ২০০৮
উঃ গ

২৪.পল্লী সন্চয় ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় ?
ক)২০০৯
খ) ২০১২
গ) ২০১৩
ঘ) ২০১৪
উত্তর : ঘ

২৫. বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান –
ক. ১ একর
খ. ১.৫ একর
গ. ২ একর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ (০.১৫ একর)

২৬। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাসক্ষেত্র আছে ?
ক. একটি
খ. কোনটিই নয়
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ খ(২)

২৭। BRRI এর সদর দপ্তর কোথায়?
ক) ঢাকা
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) কোনটিই নয়
উঃ ঘ (গাজীপুর)

২৮।বাংলাদেশের কৃষি কেমন?
ক) গম প্রধান
খ) ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী
গ) ধান প্রধান বানিজ্যিক
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ খ

২৯।ব্রিশাইল কি?
ক) ভূটা
খ)চা
গ)গম
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(ধান)

৩০। কত সালে প্রথম সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১০ টাকার নোট মুদ্রণ শুরু হয়?
ক) ১৯৮৩ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৯ সালে
ঘ) ১৯৮৮ সালে
উঃ গ

৩১। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) বস্ত্র ও পাট
খ) কৃষি
গ) শ্রম
ঘ) বাণিজ্য
উত্তর ঃ ঘ

৩২।সারাদেশে কৃষি উপকরণ উৎপাদন করে
ক) BINA
খ) BADC
গ) BARC
ঘ) BARI
উত্তর ঃ খ

৩৩। গম গবেষণা কেন্দ্র কোথায়?
ক) ঢাকা
খ) গাজীপুর
গ)ময়মনসিংহ
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(দিনাজপুর)

৩৪।বাংলামতি কি?
ক) গম
খ)ধান
গ)সরিষা
ঘ) চা
উত্তর ঃ খ

৩৫। সরকার কত বিঘা কৃষি জমির খাজনা মওকুফ করেছে?
ক)২০
খ)১৫
গ)৩০
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(২৫)

৩৬।ভূমি সংস্কার অধ্যাদেশ চালু হয় কত সালে?
ক)১৯৮০
খ)১৯৮২
গ)১৯৮৪
ঘ)১৯৮৮
উত্তর ঃ গ

৩৭। কোনটি বারোমাসি ফসল নয়?
ক) ঢেড়স
খ) ধান
গ) বেগুন
ঘ)ক+গ
উত্তর ঃ খ

৩৮। কৃষির মৌসুম কতটি?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর ঃ খ

৩৯।ফসলের মূল বৃদ্ধিতে সহায়তা করে
ক)পটাশ
খ) ক্যালসিয়াম
গ)ফসফরাস
ঘ) নাইট্রোজেন
উত্তর ঃ গ

৪০।দোয়েল কি?
ক)ধান
খ)গম
গ)পাট
ঘ)তামাক
উত্তর ঃ খ

৪১।দেশে প্রথম রাবার বাগান করা হয় কত সালে?
ক)১৯৫১
খ)১৯৬১
গ)১৯৭১
ঘ)১৯৮১
উত্তর ঃ খ

৪২।তুলা চাষের জন্য উপযোগী জেলা
ক) বগুড়া
খ)যশোর
গ)সিলেট
ঘ)ফরিদপুর
উত্তর ঃ খ

৪৩।জাতীয় পাট দিবস কবে?
ক)৫ মার্চ
খ)৬ মার্চ
গ)৭ মার্চ
ঘ)৮ মার্চ
উত্তর ঃ খ

৪৪। জাতীয় VAT দিবস কবে?
ক) ১০ জুলাই
খ)১৫ নভেম্বর
গ) ৩০ নভেম্বর
ঘ) ১০ ডিসেম্বর
উত্তর: ঘ

৪৫। পাটের তৈরি পলিথিন ব্যাগ আবিষ্কার করেন কে?
ক) ড. মকসুদুল আলম
খ)ড. মোবারক হোসেন
গ) ড. তারেক
ঘ) কেহই নয়
উত্তর ঃ খ

৪৬।বাংলাদেশের স্বীকৃতি জিআই পণ্য কতটি ?
ক)২
খ)৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ খ

৪৭) বর্তমানে বৃহৎ শিল্পখাতের উপখাত কয়টি?
ক. ৫
খ. ৪
গ. ৬
ঘ. ৮
উত্তর: খ

৪৮) বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
ক. ৫৯
খ. ৬১
গ. ৫৮
ঘ.৬০
উঃ খ

৪৯) BFSA-এর পূর্ণরূপ কি?
ক. Bnagladesh Fire Safety Authority.
খ. Bnagladesh Food Safety Authority
গ. Bnagladesh Fire Service Authority
ঘ. Bnagladesh Fire Service Asociassion
উত্তরঃ খ

৫০) শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংস্থা কয়টি?
ক. ৬
খ. ৮
গ. ৫
ঘ. ৪
উত্তর: ঘ

সংগৃহীত : Zakir's BCS specials

আরো পড়ুন:

Exit mobile version