Site icon Alamin Islam

দশটি কমন আইকিউ

০১। দীপুর মায়ের তিন সন্তান। প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম। তৃতীয় সন্তানের নাম কী?

উত্তর: দীপু ।

০২। মাউন্ট এভারেষ্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ছিল?

উত্তর: মাউন্ট এভারেস্ট ।

০৩। বাংলায় আমরা কোন শব্দের বানানটা সব সময় ভুল লিখি?

উত্তর: ভুল ।

০৪। একটা দৌড় প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় রানারকে টপকে গেলেন।

আপনি এখন এই দৌড়ে কত নম্বরে আছেন?

উত্তর: দ্বিতীয় ।

০৫। ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর কুসুমটা সাদা। কোন কথাটা ঠিক?

উত্তর: কোনোটিই ঠিক নয় ।

০৬। যদি কোনও বিমান ভারত আর পাকিস্তানের ঠিক সীমান্তে ভেঙে পড়ে। তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে দাফন করা হবে?

উত্তর: দাফন করা হবে না । কারণ- জীবিত মানুষকে দাফন করা হয় না ।

০৭। ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টেশনে থামল। সেই স্টেশনে দু জন নামল, তিনজন উঠল। পরের স্টেশনে ৬ জন নামল, দু জন উঠল। তার পরের স্টেশনে ১২ জন উঠল, ৯ জন নামল। বাসে উঠলেই ভাড়া ৬ টাকা। এখন বলুন তো বাসের ড্রাইভারের নাম কী?

উত্তর: আপনার নাম ।

০৮। মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঘর থেকে পালানোর তিনটে দরজা। একটার বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে। দ্বিতীয় দরজার বাইরে ৫০ জন সশস্ত্র রক্ষী, পালালেই তারা খুন করে ফেলবে। তৃতীয় দরজার বাইরে তিন মাস কিছু না খাওয়া একটা সিংহ। পালাতে আপনাকে হবেই। তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন?

উত্তর: তৃতীয় দরজা দিয়ে । কারণ- তিন মাস কিছু না খেলে সিংহটি বেঁচে থাকবে না ।

০৯। A হল B-এর বাবা। কিন্তু B, A-এর রক্তের সম্পর্ক । তাহলে B, A-এর কে হয়?

উত্তর: সন্তান ।

১০। আপনি জলের মধ্যে কী করে হাঁটবেন?

উত্তর: জলের মধ্যে হাটা যাবে না । সাঁতার কাটতে হবে ।


আরো পড়ুন:


Exit mobile version