Site icon Alamin Islam

দক্ষিণ এশিয়ার রাজনীতি

দক্ষিণ এশিয়ার রাজনীতি :

ট্রায়াড কী? পরিচয় দিন।

ট্রায়াড হচ্ছে অষ্টাদশ শতকে চীনে গড়ে ওঠা সবচেয়ে বড় গ্যাং। এ ট্রায়াড একক কোনো গোষ্ঠী নয় বরং অনেক গোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা একটি জোট। ট্রায়াড হচ্ছে অপরাধ ভিত্তিক সিন্ডিকেট যারা হংকং, ম্যাকাও এবং তাইওয়ানসহ চীনের নাগরিকরা যেসব এলাকায় বসবাস করেন সেখানেই এদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Triad is one of many branches of Chinese transnational organized crime syndicates based in China, Hong Kong, Macau and Taiwan and in countries with significant Chinese populations, such as the United States, Canada, Vietnam, Korea, Japan, Singapore, the Philippines, Indonesia, Malaysia…
হংকংয়ে চীন বিরোধী আন্দোলন দমনে তারা সক্রিয় ভূমিকা পালন করছে। পৃথিবীব্যাপী চীনের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের কাজ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

ট্রায়াডরা যেসকল অপরাধমূলক কার্যকলাপ করে থাকে তা হলোঃ

Extortion, protection, murder, assault, racketeering, contract killing, human trafficking, prostitution, illegal gambling, loan sharking, counterfeiting, copyright infringement, kidnapping, robbery etc.
পৃথিবীর যেসব এলাকায় চীনারা থাকে, সেখানেই এ গোষ্ঠীর খোঁজ পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ‘তাই হুয়ে চাই’।

আরো পড়ুন:

Exit mobile version