Site icon Alamin Islam

কিছু ইংরেজি শব্দের উচ্চারণ বিধি জেনে নিই

ইংরেজি শব্দের উচ্চারণ | ০১। শব্দের মধ্য Tথাকলে Tএর পর U হলেT এর উচ্চারণ চ হবে। যেমন :— Future (ফিউচার) Century (সেনচুরী),Mixture , Fixture

০২। শব্দের মধ্য Dএর পর G হলে Dএর উচ্চারণ হয় না..

যেমন:—- knowledge (নলেজ) judge(জজ), Bridge , Coleridge

০৩। K এর পর n হলে K এর উচ্চারণ হয় না..যেমন:— know(নো) knee(নী)knife (নাইফ) knowledge (নলেজ)

০৪। G এর পর A,O,Uথাকলে G এর উচ্চারণগ হয়

যেমন:– Garden (গার্ডেন) Good (গোড) Guide (গাইড)

০৫। S এর পর H হলে Sএরসর্বদা শ হয়..

যেমন:– Bangladesh (বাংলাদেশ) , Bush , Cash

০৬। W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না

যেমন:– write (রাইট) wrong (রং) who (হু) Wh -Question এর সব ।

০৭। T এর পর io হলে T এর উচ্চারণ শ হয় ..

যেমন National (ন্যাশনাল)

০৮। i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় ফ এর মত হবে।

যেমন :– Eight (এইট) Right (রাইট) High(হাই)…. যদি হয়.. Enough (এনাফ)

cough (কফ)

০৯। ng একত্রে হলে ংএর উচ্চারণহয়।

যেমন Bangladesh (বাংলাদেশ)

১০। শব্দের শেষে e থাকলে e এর উচ্চারণ হয় না।

যেমন: name (নেইম) come(কাম) take (টেক)

১১। শব্দের প্রথমে vowel হলে এগুলো বর্ণের উচ্চারণ হয়। শব্দের ভেতরে vowel হলে এগুলো কারের উচ্চারণ হয়.।

দুটি vowel একত্রে হলে প্রথমটি কারের উচ্চারণ হয়, দ্বিতীয়টি বর্ণের উচ্চারণ হয়।

যেমন :—Egg (এগ) one (ওয়ান) in(ইন), up (আপ)guide (গাইড) mauth

( মাউথ) again (এগ্যাইন)

১২। G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়।

.

১৩। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি N থাকে তবে G silent থাকে।

Example :

1.Sign(সাইন)-চিহ্ন।

2.Campaign(ক্যাম পেন) -প্রচার।

3.Reign(রেইন)-শাসন।

4.Design (ডিজাইন )-নকশা

5.Resign (রিজাইন) -পদত্যাগ


১৪। C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ?

——————————————————

Rule1: C-এর পরে যদি

A,L,O,R,U হয় তাহলে তার উচ্চারণ ‘ক’ হয় । কিছু সহজ

উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন…

Can (v,ক্যান্) = পারা ।

Class (n,ক্লাস্) = শ্রেনী ।

Colour (n,কালার্) = রং ।

Cup (n,কাপ্) = পেয়ালা ।

Crime (n,ক্রাইম্) = দুর্নীতি ।

..

Rule2: C-এর পরে যদি I,E,Y থাকে তাহলে তার উচ্চারণ ‘স’ হবে ।

দেখে নিই কিছু সহজ উদাহরণ..

Center (n,সেন্টার্) = কেন্দ্র ।

Ceiling (n,সিলিং) = ভেতরের দিকের ছাদ ।

Cinema (n,সিনেমা) = প্রেক্ষাগৃহ ।

Cyclist (n,সাইক্লিস্ট্)= সাইকেল চালক ।


আরো পড়ুন:


Exit mobile version