ওয়ার্ডপ্রেস অটো আপডেট ডিসেবল

ওয়ার্ডপ্রেস অটো আপডেট ডিসেবল

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আপডেট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন ফিচার বা বাগ ফিক্সড করার জন্য ডেভেলপাররা ওয়ার্ডপ্রেস কোর, থিম এবং প্লাগিনের আপডেট নিয়ে আসে। উক্ত আপডেটগুলো আমাদের ওয়েবসাইটে ইন্সটল করতে হয়। অনেক সময় দেখা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অটো আপডেট হওয়ার পরে সাইট ভেঙ্গে যায় অথবা সাইটের কোনো কোনো ফিচার সঠিকভাবে কাজ করছে না।

এরকমটা হওয়ার মূল কারণ হলো নতুন যে আপডেটটি এসেছে সেটা ওয়েবসাইটের মধ্যে থাকা অন্য কোডের সাথে কনফ্লিক্ট করছে। অর্থাৎ, একটি আরেকটির সাথে কম্পেটিবল নয়। এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওয়েবসাইটের অটো আপডেট ডিসেবল করে রাখা এবং যখন ওয়ার্ডপ্রেস কোর, থিম অথবা প্লাগিন আপডেট করার প্রয়োজন হবে তখন উক্ত ওয়েবসাইটের একটি ফুল ব্যাকআপ নিয়ে রাখতে হবে।

ওয়েবসাইটের ফুল ব্যাকআপ নিয়ে রাখার পরে ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয় আপডেট সম্পন্ন করতে হবে। আপডেটগুলো সম্পন্ন করার পরে পুরো ওয়েবসাইটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে ওয়েবসাইটটি ভেঙ্গে গেছে কিনা অথবা ওয়েবসাইটটির সবগুলো ফিচারস আগের মতো কাজ করছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি ওয়েবসাইটের কোনো অংশ ঠিকভাবে কাজ না করে তবে আপনি যে ওয়েবসাইটের ফুল ব্যাকআপ নিয়ে রেখেছিলেন সেটি আবার রেস্টোর করে দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পুণরায় আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন।

এখন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অটো আপডেট ডিসেবল করা যায় কিভাবে? প্লাগিন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের অটো আপডেট ডিসেবল করবেন নাকি কাস্টম কোড ব্যবহার করে অটো আপডেট ডিসেবল করবেন? শুধু ওয়ার্ডপ্রেস কোর আপডেট ডিসেবল করবেন নাকি থিম এবং প্লাগিনসেরও আপডেট ডিসেবল করবেন? ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে নিচের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে।

ওয়ার্ডপ্রেস আপডেট নিয়ে কিছু কথা:

ওয়ার্ডপ্রেস কোর, থিম এবং প্লাগিনসের প্রতিনিয়ত আপডেট আসতেই থাকে, সেক্ষেত্রে কি আপনি প্রতিটি আপডেট ইন্সটল করবেন? এক্ষেত্রে বেস্ট প্যাকটিস হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট যেমন: সিকিউরিটি আপডেট, জরুরি ফিচার আপডেট শুধুমাত্র এইসব আপডেট আপনার প্রয়োজন অনুযায়ী আপডেট ইন্সটল করবেন।

যেসব আপডেট আপনার খুব একটা দরকার নেই, সেসব আপডেট যতদুর সম্ভব এভোয়েড করার চেষ্টা করবেন। তবে যেকোনো আপডেট ইন্সটল করার পূর্বে অবশ্যই উক্ত ওয়েবসাইটটির একটি পূর্ণাঙ্গ (ওয়ার্ডপ্রেস ফাইলস+ডেটাবেস) ব্যাকআপ নিয়ে রাখবেন। যাতে করে আপডেট করার পরে কোনো সমস্যা দেখা দিলে উক্ত ব্যাকআপটি রেস্টোর করতে পারেন।

অনলাইন আর্নিং/ফ্রিল্যান্সিংয়ের জন্য আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন। এই চ্যানেলে আমি সম্পূর্ণ বিনামূল্যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এসইও, ফেসবুক মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি।

Leave a Comment

Your email address will not be published.