ইনভয়েস হলো বিক্রেতা কর্তৃক ক্রেতাকে দেওয়া একটি ডকুমেন্ট যেটার মধ্যে পণ্যের নাম, পণ্যের পরিমাণ, পণ্যের নির্ধারিত মূল্য এবং উক্ত পণ্যের সাথে সর্ম্পকিত বিষয়গুলো উল্লেখ থাকে তাই হলো ইনভয়েস। ইকমার্স ওয়েবসাইট অথবা অনলাইন শপের মালিকদের জন্য ইনভয়েস এবং প্যাকিং স্লিপ অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই আর্টিকেল এবং ভিডিওটি থেকে আমরা উকমার্স ইনভয়েস সম্পর্কে জানবো এবং আমাদের অনলাইন শপে অটো ইনভয়েস ফিচারটি যুক্ত করবো। এই ফিচারটির মাধ্যমে একজন কাস্টমার যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখন তার ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে একটি ইনভয়েস চলে যাবে।
উকমার্স ইনভয়েস কি এবং কেন?
উপরের অনুচ্ছেদে ইনভয়েস কি তা ইতোমধ্যেই আমরা জেনে ফেলেছি। বিভিন্ন শপের মালিকরা তাদের প্রোর্ডক্ট বিক্রি করার জন্য যে ডকুমেন্টে তাদের পণ্যের বিবরণ দিয়ে থাকে সেটিই হলো ইনভয়েস। আর উকমার্স হলো ওয়ার্ডপ্রেসের বহুল ব্যবহৃত একটি অনলাইন শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার (প্লাগিন) যেটি বিনামূল্যে ব্যবহার করা যায়। কিন্তু ডিফল্টভাবে উকমার্সে কোনো ইনভয়েস সিস্টেম না থাকায় ইনভয়েস এবং প্যাকিং স্লিপের জন্য আমাদের থার্ড পার্টি প্লাগিন ব্যবহার করতে হয়। নিচের দেওয়া ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনার উকমার্স অনলাইন শপে অটো ইনভয়েস এবং প্যাকিং স্লিপ ফিচারগুলো যুক্ত করা যায়।
অটো প্যাকিং স্লিপ জেনারেট
প্যাকিং স্লিপ অনলাইন শপের মালিকদের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে যারা তাদের প্রোডাক্ট কাস্টমারদের হোম ডেলিভারি দিয়ে থাকেন তাদের জন্য অটোমেটিক প্যাকিং স্লিপ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনার একটি ছোট্ট অনলাইন শপ আছে। আপনার কাস্টমাররা প্রতিনিয়ত আপনার থেকে প্রোডাক্ট অর্ডার করতেছে। আপনি আপনার প্রোডাক্টগুলো তাদেরকে হোম ডেলিভারি দিচ্ছেন। পোডাক্ট হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রোডাক্টের সাথে কাস্টমারের ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি বেসিক বিষয়গুলো যুক্ত করতে হয় যেহেতু প্রোডাক্ট হোম ডেলিভারি হবে। হোম ডেলিভারির জন্য কাস্টমারের বেসিক তথ্যগুলো আপনি যদি ম্যানূয়ালী প্রস্তুত করে প্রোডাক্টের সাথে যুক্ত করতে চান তাহলে অনেক সময় নষ্ট হয়ে যায়।
ওয়ার্ডপ্রেসের অনলাইন শপ ম্যানেজমেন্ট প্লগিন উকমার্সে যেহেতু ডিফল্টভাবে কোনো প্যাকিং স্লিপ জেনারেট করার কোনো অপশন নেই, তাই কাস্টমারের জন্য প্যাকিং স্লিপ তৈরি করতে আমাদের থার্ড পার্টি প্লাগিন ব্যবহার করতে হয়। উপরের দেওয়া ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনি আপনার উকমার্স ওয়েবসাইটে অটো ইনভয়েস এবং প্যাকিং স্লিপ ফিচারগুলো যুক্ত করতে পারেন।
অনলাইন আর্নিং/ফ্রিল্যান্সিংয়ের জন্য আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন। এই চ্যানেলে আমি সম্পূর্ণ বিনামূল্যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এসইও, ফেসবুক মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি।