Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-৪০

প্রশ্নঃ ২০১৬ সালের ফরাসি ওপেনের পুরুষ এককের চ্যাম্পিয়ন কে?
ক. রাফায়েল নাদাল
খ. অ্যান্ডি মারে
গ. রজার ফেদেরার
ঘ. নোভাক জোকোভিচ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিক গেমসের প্রতিকে কতটি বৃত্ত আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৬টি
উত্তরঃ ক

প্রশ্নঃ জুলে রিমে কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. ফরাসি
খ. ব্রাজিল
গ. জার্মানি
ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চীনের প্রথম ব্যাক্তি হিসেবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে কে?
ক. জিং জিয়ান
খ. ইউইউ তু
গ. লি না
ঘ. লানফেন
উত্তরঃ খ

প্রশ্নঃ Grand Prix is associated with—
ক. লন টেনিস(Lawn Tennis)
খ. বক্সিং(Boxing)
গ. ভলিবল(Volleyball)
ঘ. গলফ(Golf)
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কারন পান?
ক. মার্গারেট থেচার
খ. উইলস্টন চার্চিল
গ. জেমস কালাহার
ঘ. এডওয়ার্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়?
ক. ইংল্যান্ডে
খ. অস্ট্রেলিয়ায়
গ. ভারতে
ঘ. ওয়েস্ট ইন্ডিজে
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিক মশাল বহনের গৌরবের অধিকারী হন কে?
ক. ড. ফজলে হাসান আবেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. হাসান আলী
ঘ. রোকনুজ্জামান খান
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রথম হাটট্রিক করেন কে?
ক. লুসি ব্রোনজ (ইংল্যান্ড)
খ. মার্তা (ব্রাজিল)
গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
ঘ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ গ

প্রশ্নঃ হার্শেল গিবস এক ওভারে ছয়টি ছক্কা মারেন কোন দলের বিপক্ষে?
ক. ভারতের
খ. শ্রীলংকার
গ. হল্যান্ডের
ঘ. কেনিয়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাট্রিক করেন কে?
ক. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
খ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
গ. জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
ঘ. তাসকিন আহমেদ (বাংলাদেশ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের ব্যালন ডি’অর লাভ করেন কে?
ক. অ্যান্টোনিও গ্রিজমান
খ. ক্রিশ্চিয়ানো রোনালদো
গ. লিওনেল মেসি
ঘ. নেইমার জুনিয়র
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট (২০১৫) উইকেটের হ্যাট্রিক হয় কতটি?
ক. একটি
খ. তিনটি
গ. দুটি
ঘ. একটিও না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মিস আর্থ’ প্রতিযোগিতার উদ্দেশ্য কি?
ক. নারী সচেতনতা বৃদ্ধি
খ. সামাজিক সচেতনতা বৃদ্ধি
গ. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
ঘ. পরিবেশ সচেতনতা বৃদ্ধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ী কে?
ক. Virginia Thrasher (যুক্তরাষ্ট্র)
খ. Christian Reitz (জার্মানি)
গ. Du Li (চীন)
ঘ. Engleder Barbara (জার্মানি)
উত্তরঃ ক

প্রশ্নঃ ভক্তরা কোন ফুটবল খেলোয়াড়কে উইজাড অব দ্য ড্রিবল নামে ডাকতেন?
ক. রোনাল্ডো
খ. স্যার স্ট্যানলি ম্যাথুজ
গ. পেলে
ঘ. ডিয়াগো ম্যারাডোনা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে অবদানের জন্য Sakharow Prize for Freedom of Thought পুরস্কার দিয়ে থাকে?
ক. ইউরোপীয় পার্লামেন্ট
খ. জাতিসংঘ মানবাধিকার কমিশন
গ. মার্কিন যুক্তরাষ্ট্র সরকার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্স আপ হয় কোন দেশ?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. ভারত
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের সূচনা এথেন্স নগরীতে কোন সালে?
ক. ১৮৮৮
খ. ১৮৯২
গ. ১৮৯৬
ঘ. ১৯০০
উত্তরঃ গ

প্রশ্নঃ কাবাডি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
ক. ৭ জন
খ. ৯ জন
গ. ১১ জন
ঘ. ১৩ জন
উত্তরঃ ক

প্রশ্নঃ পিং পং এর অর্থ হচ্ছেঃ
ক. ভলিবল
খ. টেবিল টেনিস
গ. বাস্কেট বল
ঘ. লন টেনিস
উত্তরঃ খ

প্রশ্নঃ IAAF-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেট কে?
ক. উসাইন বোল্ট
খ. মাইকেল ফেলপস
গ. মাইকেল জর্ডান
ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের ৬৭তম মিস ওয়ার্ল্ড-এর নাম কি?
ক. Andrea Meza (Mexico)
খ. Manushi Chhillar (India)
গ. Stephanie Hill (England)
ঘ. Aurore Kichenin (France)
উত্তরঃ খ

প্রশ্নঃ ৮৮তম অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা কে?
ক. টম হাঙ্কস
খ. লিওনার্দো ডিক্যাপ্রিও
গ. ব্র্যাড পিট
ঘ. টম ক্রুজ
উত্তরঃ খ

প্রশ্নঃ নাগিব মাহফুজ কি হিসেবে বিখ্যাত?
ক. ঔপন্যাসিক
খ. কবি
গ. ঐতিহাসিক
ঘ. নাট্যকার
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশ অলিম্পিকে প্রথম ১০০০ স্বর্ণপদক লাভের মাইলফলক স্পর্শ করে?
ক. রাশিয়া
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. রাশিয়া
খ. ব্রাজিল
গ. কাতার
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে টুর্নামেন্টের সেরা খেলায়াড় নির্বাচিত হন কে?
ক. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
খ. ভিরাট কোহলী (ভারত)
গ. হাসান আলী (পাকিস্তান)
ঘ. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. রজার ফেদেরার
খ. রাফায়েল নাদাল
গ. নোভাক জকোভিচ
ঘ. স্তানিলাস ভাভরিঙ্কা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Exit mobile version