Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-১১৭

প্রশ্নঃ বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?
ক. ক্রোয়েশিয়া
খ. লাটভিয়া
গ. পর্তুগাল
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে
খ. ইটালীতে
গ. তুরস্কে
ঘ. স্পেনে
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ?
ক. নিকোবর
খ. শ্রীলংকা
গ. সিসিলিস
ঘ. মাদাগাস্কার
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
ক. নেদারল্যান্ডস
খ. ভ্যাটিকান সিটি
গ. জার্মানি
ঘ. আইসল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ক. ফ্লোরিডা
খ. হাইতি
গ. কিউবা
ঘ. জ্যামাইকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নীল নদের উৎপত্তি হয়েছে?
ক. ককেসাস পর্বতমালা থেকে
খ. পামির মালভূমি
গ. ইথিওপিয়া পর্বতমালা থেকে
ঘ. ভিক্টোরিয়া হ্রদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which country is there between Russia and Canada?/রাশিয়া ও কানাডার মাঝে কোনটি অবস্থিত?
ক. Greenland
খ. Iceland
গ. USA
ঘ. Japan
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ নাসাউ কোন দেশের রাজধানী?
ক. নিকোবর দ্বীপপুঞ্জ
খ. মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ. বাহামা দ্বীপপুঞ্জ
ঘ. ফিজি দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন–
ক. চীন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following is an independent country?
ক. Washington
খ. Hong kong
গ. Riyadh
ঘ. Sao Paolo
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?
ক. পশ্চিম
খ. দক্ষিণ
গ. উত্তর
ঘ. পূর্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
ক. এশিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি রাজধানী শহর নয়?
ক. উলানবাটোর
খ. আবুজা
গ. বৈরুত
ঘ. লিয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র কোনটি?
ক. স্পেন
খ. আলজেরিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
ক. তাজিকিস্তান
খ. কাজাকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কিরগিজস্তান
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
ক. ইউরোপ
খ. দক্ষিণ আমেরিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. এশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত?
ক. দানিয়ুব
খ. রাইন
গ. ভিশ্চ্যুলা
ঘ. সীন
উত্তরঃ গ

প্রশ্নঃ পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত?
ক. নীল
খ. ফোরাত
গ. জর্ডান
ঘ. সিন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?
ক. মেঘনা
খ. হোয়াং হো
গ. মিসিসিপি
ঘ. আমাজন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ইটালি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক. কানাডা
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাওয়াই যে রাষ্ট্রের অংশ–
ক. যুক্তরাজ্য
খ. জাপান
গ. অস্ট্রেলিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which is the capital city of Pakistan: / পাকিস্তানের রাজধানী শহর কোনটি?
ক. Islamabad
খ. Rawalpindi
গ. Lahore
ঘ. Karachi
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজন
খ. মারে ডার্লিং
গ. নীলনদ
ঘ. ভলগা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কিরিবাতি’ দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
গ. এশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
ক. মায়ানমার
খ. জর্ডান
গ. ইরাক
ঘ. ইসরাইল
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?
ক. ৫০
খ. ৭০
গ. ৯০
ঘ. ৭৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজন
খ. মিসিসিপি
গ. নীলনদ
ঘ. হোহাংহ
উত্তরঃ গ

প্রশ্নঃ আমেরিকা মহাদেশ কে আবিস্কার করেন?
ক. ভাস্কো-দা-গামা
খ. কলম্বাস
গ. নেপেলিয়ন
ঘ. হিটলার
উত্তরঃ খ

প্রশ্নঃ পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত?
ক. পূর্ব আফ্রিকার একটি বন্দর
খ. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
গ. অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
ঘ. পাপুয়া নিউনিগির একটি বন্দর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version