Site icon Alamin Islam

আন্তর্জাতিক বিষয়াবলী-১১৩

প্রশ্নঃ অভ্যন্তরীণ বাজারে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে শীর্ষ দেশ কোনটি?
ক. ভিয়েতনাম
খ. থাইল্যান্ড
গ. মৌরিতানিয়া
ঘ. লাওস
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
ক. বিডি ফসল
খ. বিটি ফসল
গ. ব্রি ফসল
ঘ. ট্রি ফসল
উত্তরঃ খ

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী পশম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কৃষিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
ক. থাইল্যান্ড
খ. রাশিয়া
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃষিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বিশ্বে বাংলাদেশ কততম?
ক. ১২তম
খ. ১৫তম
গ. ১০ম
ঘ. ৮ম
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সংস্থা নিয়ম অনুযায়ী কোন পণ্যের ভৌগলিক নির্দেশকের জন্য নিবন্ধন নিতে হয়?
ক. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)
খ. জাতিসংঘের (UN)
গ. ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (IMF)
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো–
ক. চীন
খ. ভারত
গ. নেপাল
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চা’ এর আদিবাস?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. ব্রাজিল
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়—
ক. রাবার
খ. আখ
গ. তুলা
ঘ. চা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত কোন দেশ?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. যুক্তরাজ্য
ঘ. জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক দেশ কোনটি?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীতে সবচাইতে বেশী কফি উৎপন্ন হয় কোন দেশে?
ক. আর্জেন্টিনা
খ. কেনিয়া
গ. ঘানা
ঘ. ব্রাজিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চীনের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি?
ক. TYPE 001C
খ. TYPE 001B
গ. TYPE 001A
ঘ. TYPE 001D
উত্তরঃ গ

প্রশ্নঃ লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
ক. ব্রাজিল
খ. দক্ষিণ আফ্রিকা
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শহর পাটশিল্পের জন্য বিখ্যাত?
ক. ড্যান্ডি
খ. নিউইয়র্ক
গ. ইসলামাবাদ
ঘ. বেইজিং
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ কোনটি?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. ভারত
ঘ. মায়ানমার
উত্তরঃ খ

প্রশ্নঃ খাদ্য সংগ্রহে বিশ্বে বাংলাদেশ কততম?
ক. ১২তম
খ. ১৬তম
গ. ৮ম
ঘ. ২০তম
উত্তরঃ খ

প্রশ্নঃ আলু উৎপাদনকারী শীর্ষ দেশ কোনটি?
ক. ইউক্রেন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাছ উৎপাদনে বর্তমানে (২০১৬) বাংলাদেশ বিশ্বে কততম?
ক. চতুর্থ
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. প্রথম
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীতে চা উৎপাদনকারী প্রথম স্থান অধিকারী দেশ—
ক. শ্রীলংকা
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে গম উৎপন্ন হয়—
ক. চীনে
খ. যুক্তরাষ্ট্রে
গ. কানাডায়
ঘ. ভারতে
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
ক. চীন
খ. মেক্সিকো
গ. কানাডা
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী কোকো উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া
খ. ঘানা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. আইভরি কোস্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফোকাস ইকোনমিক্স আউটলুক ২০১৬ অনুযায়ী সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ব্রাজিল
ঘ. চীন
উত্তরঃ খ

আরো পড়ুন:

Exit mobile version