Site icon Alamin Islam

আন্তর্জাতিক চুক্তি ও সনদ

আন্তর্জাতিক চুক্তি ও সনদ :

আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়?উঃ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।


আটলান্টিক সনদের মূল লক্ষ্য কি ছিল?উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা।
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন?উঃ ফ্রাংকলিন র্বজভেল্ট।


আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষর করেন?উঃ উইনস্টর চার্চিল।


সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন?উঃ শ্রীমতি ইন্দিরা গান্ধী।


সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন?উঃ জুলফিকার আলী ভুট্টা।
শিমলা চুক্তির উদ্দেশ্য কি?উঃ প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।


শিমলা কোথায় অবস্থিত?উঃ ভারতে | আন্তর্জাতিক চুক্তি ও সনদ


ডেটন চুক্তির ফলে কি ঘটে?উঃ বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান।


ডেটন কি?উঃ ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র।


তাসখন্দ চুক্তির লক্ষ্য কি ছিল?উঃ ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান।


জেনেভা চুক্তির ফলাফল কি ছিল?উঃ ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন।


জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ কয়টি?উঃ ৫টি | আন্তর্জাতিক চুক্তি ও সনদ


জেনেভা কনভেনশনের লক্ষ্য কি?উঃ যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।


ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।


ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য কি ছিল?উঃ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।


ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কি ছিল?উঃ মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিস্কার।


ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত?উঃ যুক্তরাষ্ট্রে।
হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি?উঃ বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা ।


হাভানা সনদে কতটি দেশ স্বাক্ষর করে?উঃ ৫টি দেশ ।


এনপিটি চুক্তির উদ্দেশ্য কি?উঃ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ ।


এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১৯৬৮ সালে ।


এনপিটি চুক্তি কবে কার্যকর হয়?উঃ ১৯৭০ সালে।


এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?উঃ ১৭০ টি। আন্তর্জাতিক চুক্তি ও সনদ


কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়?উঃ চেনজেন চুক্তি
আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?উঃ প্রথম ভার্সাই চুক্তি।


প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল?উঃ আমেরিকার স্বাধীনতা অর্জন।
দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?উঃ জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা।
দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল?উঃ জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়।


ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে?উঃ নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)।
সিটিবিটি চুক্তির লক্ষ্য কি ছিল?উঃ পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।


সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে?উঃ ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।


সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ?উঃ অস্ট্রেলিয়া।


কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়?উঃ ১৫৮ টি।


কয়টি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়?৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত।
লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে?উঃ ৬ জানুয়ারী, ২০০৪।


বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লীর অধিকারী দেশ কয়টি?উঃ ৪৪ টি | আন্তর্জাতিক চুক্তি ও সনদ
বৃহৎ শক্তিধর ৫টি দেশ কবে সিটিবিটি-তে স্বাক্ষর করে?উঃ ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।


কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি?উঃ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।


উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১০ জুলাই, ১৯৯৮।


স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কবে থেকে কার্যকর হয়?উঃ ১৯৯৯ সাল।
‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়?উঃ ২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)।


‘নিরাপদ করিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়?উঃ ৫ অক্টোবর, ১৯৯৯ ।


‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো?উঃ স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ।
‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয়?উঃ ১৯৩৯ সালে ।
আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?উঃ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড ।


আনজুস চুক্তি কবে স্বাক্ষরিত হয়?উঃ ১৪ সেপ্টম্বর, ১৯৫১ ।


আনজুস চুক্তি উদ্দেশ্য কি?উঃ প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা
ইরান-রাশিয়া পারমানবিক চুক্তি কবে স্বাক্ষর করে?উঃ ২৫ ডিসেম্বর, ২০০২ ।


ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে?উঃ ভারত ও ইসরাইল। আন্তর্জাতিক চুক্তি ও সনদ


ফ্যালকন চুক্তি হলো?উঃ ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি ।


এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয়?উঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স ।


এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য কি?উঃ এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা ।


সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য কি?উঃ এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরণ।


সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কি?উঃ আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ ।


নান কিং চুক্তি উদ্দেশ্য ও ফলাফল কি?উঃ ব্রিটেন চীনের নিকট থেকে হংকং লাভ।


চীন কেন নান কিং চুক্তি করতে বাধ্য হয়?উঃ অহিফেনের(১৮৪০-’৪২) যুদ্ধে পরাজিত হয়ে ।


স্ট্যার্ট-টু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়?উঃ ৩ জানুয়ারী, ১৯৯৩ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া)।


স্ট্যার্ট-টু চুক্তিটির উদ্দেশ্য কি?উঃ পারমানবিক ক্ষেপনাস্ত্র হ্রাসকরণ ।


ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য কি?উঃ ২৫ বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা।


ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?উঃ নয়াদিল্লী, ভারত । আন্তর্জাতিক চুক্তি ও সনদ


ইরাক-ইরান যুদ্ধ বিরতি চুক্তি কবে স্বক্ষরিত হয়?উঃ ২০ সেপ্টম্বর, ১৯৮৮ ।

আরো পড়ুন:

Exit mobile version